HomeWorldBangladeshBangladesh: সরষে ঝাঁঝে মজবে মন, দুর্গাপূজায় বাংলাদেশের উপহার ৫০০ টন পদ্মার ইলিশ

Bangladesh: সরষে ঝাঁঝে মজবে মন, দুর্গাপূজায় বাংলাদেশের উপহার ৫০০ টন পদ্মার ইলিশ

একনজরে ইলিশ সংবাদ: আসছে ঝাঁক ঝাঁক পদ্মার ইলিশ। পশ্চিমবঙ্গে সব থেকে বেশি আসবে।উৎসব শুরুর আগেই ইলিশ উপহার শেখ হাসিনার।

- Advertisement -

প্রতিবেশি ভারতে আসন্ন শারদোৎসবে পাঠানো হবে পদ্মার (Padma) ইলিশ (Hilsa)। বাংলাদেশ (Bangladesh) বাণিজ্য মন্ত্রক সূত্রে খবর, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও অসমেই যাবে বেশিরভাগ ইলিশ। সীমান্তবর্তী এই তিন ভারতীয় রাজ্যে দুর্গাপূজা (Durga Puja) সবথেকে বড় উৎসব।

বাংলাদেশ বাণিজ্য মন্ত্রক জানাচ্ছে, দুর্গাপূজা উপলক্ষে ভারতে আরও ৫০০ টন ইলিশ মাছ রফতানির অনুমোদন দেওয়া হয়েছে। ১০টি প্রতিষ্ঠান এই অনুমোদন পেয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রতিটি প্রতিষ্ঠানকে ৫০ টন করে ইলিশ রফতানি করতে হবে।

   

বাংলাদেশ বাণিজ্য মন্ত্রক এর আগে গত ৪ সেপ্টেম্বর ৪৯টি প্রতিষ্ঠানকে ২ হাজার ৪৫০ টন ইলিশ রফতানির অনুমোদন দিয়েছিল। গত কয়েক বছর দুর্গাপূজার আগে শর্তসাপেক্ষে ভারতে ইলিশ রফতানি করে আসছে বাংলাদেশ।

ভারত ও বাংলাদেশে আগামী ১ অক্টোবর থেকে দুই দেশের অন্যতম ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু হচ্ছে। এই সময় ভারতের তিন রাজ্য বিশেষ করে পশ্চিমবঙ্গে ইলিশের বিরাট চাহিদা থাকে। পদ্মার ইলিশের বিশ্বজোড়া খ্যাতি। সেই ইলিশের স্বাদ নিতে মু়খিয়ে থাকেন পশ্চিমবঙ্গবাসী।

ঢাকায় বাংলাদেশ বাণিজ্য মন্ত্রক ইলিশ রফতানির জন্য কিছু নিয়ম জারি করেছে। ৬৪টি প্রতিষ্ঠান ইলিশ রফতানির জন্য আবেদন করেছে। ৫৯ প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া হয়েছে। যেসব প্রতিষ্ঠান অনুমতি পেয়েছে তাদের ইলিশ রফতানিতে নজর রাখা হবে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular