Afghanistan: ইয়ার্কি পেয়েছে তালিবান! বিউটি পার্লার বন্ধ হুকুমে আফগান যুবতীরা রেগে কাঁই

বিউটি পার্লার আন্দোলন জমাট বাধছে তালিবান শাসনে। সেই ক্ষোভ ছড়িয়ে পড়ছে দ্রুত।

Kabul

জঙ্গি তালিবান শাসনের বন্ধ আফগানিস্তানের (Afghanistan) সব বিউটি পার্লার। শুরু হয়েছে বিউটি পার্লার (beauty salon) খোলার আন্দোলন। সেই আন্দোলন ক্রমে জমাট হচ্ছে। আফগান যুবতীরা রেগে কাঁই। তারা তেলে বেগুনে জ্বলছেন। বিভিন্ন উপায়ে আফগান যুবতীদের বার্তা ছড়িয়ে পড়ছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে।

আফগানিস্তানে তালিবান ক্ষমতা দখলের পর থেকে নারীদের উপর বিধি নিষেধ দিন দিন কঠোর হচ্ছে। বিভিন্ন বিধি নিষেধের মধ্যে নারীদের শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে। এর সঙ্গেই বন্ধ করা হয়েছে নারীদের রূপচর্চার বিউটি পার্লার। চলছে একের পর এক বিক্ষোভ। আন্দোলন দিন দিন বেড়েই চলেছে। রাজধানী কাবুলে বিক্ষোভ করেন আফগান নারীরা। এরপরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা শূন্যে গুলি চালায়, জলকামান দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

   

বহু পরিবারের আয়ের একমাত্র পথ ছিল এই বিউটি পার্লার। তালিবান জঙ্গিরা সরকারে আসার পর দেশের সমস্ত বিউটি পার্লার বন্ধ করে দেওয়ার পরে পথে বসেছে বহু পরিবাপ। তাদের একমাত্র কাতর আর্জি অনুগ্রহ করে যেন মুখের দুমুঠো খাবার কেড়ে নেওয়া না হয়।

২০২১ সালে তালিবান ক্ষমতা দখলের পর থেকে নারীদের শিক্ষা কেন্দ্রে যাওয়া বন্ধ করে দেয়া হয় এর সঙ্গে বন্ধ করে দেওয়া হয় বিভিন্ন পার্ক ও বিনোদন ক্ষেত্র থেকে শুরু করে জিমে যাওয়া। এমনকি নারীদের বোরখা ছাড়া প্রকাশ্যে আসতে নিষেধাজ্ঞা জারি করা হয়। এবার এই বিউটি পার্লার বন্ধ করার কারণে বিদ্রোহী নারীরা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন