Manipur Violence: ‘ভারত সেরা’ থানার নিকটেই মণিপুরী মহিলাদের নগ্ন করে ঘোরানো হয়েছিল

কম বেশি এক কিলোমিটার দূরত্ব। ভারত সেরা পুলিশ থানা থেকে এক কিলোমিটার দূরে ঘটেছিল মণিপুরী মহিলাদের নগ্ন করে হাঁটানো। রাজ্য পুলিশ তথা সেরা থানার রক্ষীরা…

কম বেশি এক কিলোমিটার দূরত্ব। ভারত সেরা পুলিশ থানা থেকে এক কিলোমিটার দূরে ঘটেছিল মণিপুরী মহিলাদের নগ্ন করে হাঁটানো। রাজ্য পুলিশ তথা সেরা থানার রক্ষীরা ছিল অসহায়। বিজেপি শাসিত মণিপুরের জ্বলন্ত পরিস্থিতি (manipur violence) ও  প্রশাসনিক নিরাপত্তা নিয়ে এমনই বিতর্কিত তথ্য উঠে আসছে। এ রাজ্যে এক তৃণমূল কংগ্রেস বিধায়কের সমর্থনে বিজেপির সরকার গড়েছিলেন এন বীরেন সিং। সেই বিধায়ক পরে দলত্যাগ করেন।

প্রতি বছর কেন্দ্র সরকার বিভিন্ন কর্মক্ষমতা সূচকের ভিত্তিতে সারা দেশে সেরা পুলিশ থানা বেছে নেয়। স্যাটেলাইট ছবি ও সেই ভিডিও ধারণের চারপাশের পরিস্থিতি পর্যবেক্ষণ করে উঠে আসছে মর্মান্তিক ঘটনাটি ঘটেছিল সরকার কর্তৃক দেশের সেরা পুলিশ স্টেশন হিসেবে স্থান পাওয়া নংপোক সেকমাই থানার ১ কিলোমিটার দূরে। এই থানাকে ২০২০ সালে ‘দেশের সেরা’ থানার মর্যাদাভুক্ত হয়েছিল।

ভিডিওটির একটি ফ্রেমে আরও দেখা গেছে যে জনতা দুই মহিলাকে ধানক্ষেতের পাশ দিয়ে নগ্ন করে নিয়ে যাচ্ছে। ভিডিও থেকে প্রাপ্ত ফ্রেমের একটি প্যানোরামিক দৃশ্য পার্শ্ববর্তী চূড়াগুলির রূপরেখা দিয়েছে যা নংপোক সেকমাই থানার আশেপাশে অবস্থিত বি ফাইনোম গ্রামের পর্বতশৃঙ্গের বিস্তৃত বিন্যাসের সাথে দৃশ্যত মিলে যায়। এমনই দাবি করেছে India Today ফ্যাক্ট ফাইন্ডিং টিম।

মণিপুরের এই ভাইরাল ভিডিও বিভিন্ন উপায়ে প্রযুক্তির সাহায্যে বিশ্লেষণ চলছে। উপগ্রহ ছবি, পারিপার্শ্বিক অবস্থান, উন্মত্ত জনতার মুখের অঙ্গভঙ্গি বিশ্লেষণ করছেন বিশেষজ্ঞরা। উঠে আসছে চমকপ্রদ বিভিন্ন বিষয়। যা অপরাধ বিজ্ঞান ও তদন্তের ক্ষেত্রকে আরও নিখুঁত করে তুলছে।

ভাইরাল ভিডিও তে দেখা গিয়েছে দুই নারীকে নগ্ন করে এলাকায় ঘোরানো হচ্ছে। প্রায় ৩০-৪০ জন জড়িত এই কাজে। ঘোরানোর সময় মহিলাদের শ্লীলতাহানি করতে দেখা যাচ্ছে যুবকদের। জানা গিয়েছে, ঘোরানোর পর গণধর্ষণও করা হয় বলে অভিযোগ। ইতিমধ্যেই মূল অভিযুক্ত হয়েছে গ্রেফতার। এবার এই বিষয় মুখ খুললেন দুজনের মধ্যে এক নির্যাতিতার স্বামী। তিনি একজন কার্গিল যুদ্ধের সৈনিক। বিষণ্নতার সঙ্গে জানিয়েছেন যে দেশকে রক্ষা করতে পারলেও পারেননি তার স্ত্রীর সম্মান বাঁচাতে। নির্যাতিতার স্বামী অসম রেজিমেন্টের সুবেদার হিসেবে ভারতীয় সেনাবাহিনীতে চাকরি করতেন। তিনি জানান, “আমি কার্গিল যুদ্ধে দেশের জন্য লড়াই করেছি এবং ভারতীয় শান্তি রক্ষা বাহিনীর (Indian Peace Keeping Force)অংশ হিসেবে শ্রীলঙ্কায়ও ছিলাম। আমি দেশকে রক্ষা করেছি কিন্তু আমি হতাশ যে আমার অবসর গ্রহণের পর আমি আমার বাড়ি, আমার স্ত্রী এবং গ্রামবাসীদের রক্ষা করতে পারিনি। আমি দুঃখিত, বিষণ্ণ।“ এক হিন্দী সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে নির্যাতিতার স্বামী ওই হিন্দি সংবাদমাধ্যমকে বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন।

নির্যাতিতার স্বামী জানান ৪ মে সকালে উত্তেজিত জনতা এলাকার বেশ কয়েকটি বাড়ি পুড়িয়ে দেয় এবং ওই দুই নারীর পোশাক খুলে গ্রামের রাস্তায় লোকের সামনে হাঁটায়। তিনি অভিযোগ করেন, “পুলিশ উপস্থিত থাকলেও কোনো ব্যবস্থা নেয়নি। যারা ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে, নারীদের অপমান করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।“

মণিপুরের ভয়ঙ্কর ভিডিও সামনে আসার পর থেকে দেশজুড়ে নিন্দার ঝড়। ভিডিওটি ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে বিতর্ক। ভিডিওতে দেখা যায় দু’জন মহিলাকে নগ্ন করে ঘোরানো হচ্ছে। ভিডিও দেখে শিহরিত গোটা দেশ। মণিপুরের ঘটনায় ইতিমধ্যেই স্বতঃপ্রণদিত মামলা রুজু হয়েছে। ঘটনার দু-মাস পর গ্রেফতার হয়েছে মূল অভিযুক্ত। ঘটনার নিন্দা এবং শোকপ্রকাশ করে নরেন্দ্র মোদী বলেন, ‘মণিপুরে যা হচ্ছে তার জন্য আমি ব্যথিত। আমার হৃদয় ভারাক্রান্ত।’

জাতিগত সংঘর্ষে (Manipur Violence) অশান্ত মণিপুর। উত্তর পূর্বাঞ্চলের এই রাজ্যটি গত কয়েকমাস ধরে রক্তাক্ত। এবার বিজেপি শাসিত এই রাজ্য থেকে এলো ভয়াবহ আরও এক ছবি। উপজাতি মহিলাদের প্রকাশ্যে নগ্ন করে ঘোরানো হচ্ছে।