Whale : এ যেন মৃত তিমির ঢেউ! মর্মান্তিক দৃশ্য

তিমি সমুদ্রের এক বিশাল স্তন্যপায়ী প্রাণী। প্রত্যেক বছর বহু তিমি সমুদ্রের জলের স্রোতে ভেসে ডাঙায় চলে আসে। তবে এই তিমি উদ্ধারের জন্য বিশেষ দল রয়েছে।…

তিমি সমুদ্রের এক বিশাল স্তন্যপায়ী প্রাণী। প্রত্যেক বছর বহু তিমি সমুদ্রের জলের স্রোতে ভেসে ডাঙায় চলে আসে। তবে এই তিমি উদ্ধারের জন্য বিশেষ দল রয়েছে। দুর্ভাগ্যবশত সময় মত সব তিমিদের উদ্ধার সম্ভব হয়না যার ফলে মৃত্যু হয় বহু।

রবিবার, ১৬ জুলাই, পশ্চিম স্কটল্যান্ড আইল অফ লুইসের সমুদ্র সৈকতে বহু তিমি আটকে পড়ে। যার ফলে প্রায় ৫৫টি পাইলট তিমি মারা যায়৷ এর পরেই স্টর্নআওয়ে শহরের উত্তরে সমুদ্র সৈকতে সামুদ্রিক উদ্ধারকারীদের ডাকা হয়। তিমিদের উদ্ধার করার জন্য। রবিবার বিকেলে জীবিত আটটি প্রাপ্তবয়স্ক এবং চারটি বাচ্চা তিমিকে যন্ত্রণাহীনভাবে মেরে ফেলা হয়।

সাধারণত তিমিরা আকারে অনেক বড় হয়। যার ফলে জলের স্রোতে সমুদ্র সৈকতে ভেসে আসলেও, পুনরায় সমুদ্রে ফিরে যাওয়া তাদের পক্ষে অসম্ভব। এই ঘটনা যেন প্রতিনিয়তই ঘটে চলেছে। একের পর এক মৃত্যু হচ্ছে তিমিদের। সময় মত উদ্ধার না করায় এক এক করে কমছে তিমির সংখ্যা। যার ফলে নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য।