চন্দ্রযান এগোচ্ছে, যান্ত্রিক গোলোযোগে রাশিয়ার Luna-25

রুশ মহাকাশযান Luna 25 বিপদের মুখে। তার চন্দ্রাভিযান কি শেষের পথে? উঠছে এমন প্রশ্ন। রাশিয়ার সংবাদমাধ্যমের খবর, লুনার যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে। Advertisements শনিবার রাশিয়ার…

রুশ মহাকাশযান Luna 25 বিপদের মুখে। তার চন্দ্রাভিযান কি শেষের পথে? উঠছে এমন প্রশ্ন। রাশিয়ার সংবাদমাধ্যমের খবর, লুনার যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে।

Advertisements

শনিবার রাশিয়ার লুনা-25 মহাকাশযানে একটি “অস্বাভাবিক পরিস্থিতি” ঘটেছিল যখন এটি তার প্রি-ল্যান্ডিং কক্ষপথে স্থানান্তর করার প্রস্তুতি নিচ্ছিল, রাশিয়ার জাতীয় মহাকাশ সংস্থা রসকসমস জানিয়েছে এমন তথ্য।

বিজ্ঞাপন

অপারেশন চলাকালীন, স্বয়ংক্রিয় স্টেশনে একটি অস্বাভাবিক পরিস্থিতি দেখা দেয়, যা নির্দিষ্ট পরামিতিগুলির সাথে কৌশলটি সম্পাদন করার অনুমতি দেয়নি জানিয়েছে রুশ মহাকাশ গবেষণা সংস্থা রসকসমস। 

সোমবার রাশিয়ান মহাকাশযানটি চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করার কথা। রুশ বিজ্ঞানীরা মনে করেন যে হিমায়িত জল এবং মূল্যবান উপাদান থাকতে পারে। সেটি অন্বেষণ করবে লুনা। তবে যান্ত্রিক ত্রুটি নিয়ে চিন্তিত তাঁরা।

প্রতিযোগিতায় নেমেছিল ইসরোর চন্দ্রযান ও রাশিয়ার লুনা। তবে রাশিয়ার চন্দ্রাভিযানে শেষ মুহূর্তে গোলযোগ। অন্তিম কক্ষপথে যাওয়ার পথে তৈরি হল ‘জরুরি অবস্থা’। রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের তরফে জানানো হল, সফল হয়নি লুনা-২৫ র শেষ অপারেশন। চাঁদে অবতরণের ঠিক আগের মুহূর্তে ম্যানুভারের সময়ে জরুরি অবস্থার সৃষ্টি হয়।

উল্লেখ্য, ভারতের চন্দ্রযানের আগেই, আগামী ২১ আগস্ট চাঁদে অবতরণ করার কথা ছিল লুনা-২৫ এর। তার আগেই ঘটল বিপত্তি। রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থার তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, শনিবার লুনা-২৫ এর চাঁদের প্রি-ল্যান্ডিং অরবিটে পৌঁছনোর কথা ছিল। সেই অনুযায়ী নির্দেশও দেওয়া হয়। কিন্তু সেই নির্দেশ অনুযায়ী কাজ করেনি লুনা-২৫। কী কারণে এমন ঘটেছে, তা জানানো হয়নি।

বিবৃতিতে জানানো হয়েছে, জরুরি অবস্থা সৃষ্টির কারণে পরিকল্পনা মাফিক নির্দেশ অনুসরণ করে কক্ষপক্ষ বদলায়নি লুনা-২৫। নির্দেশ অনুসরণ না করার ফলে লুনা-২৫ এর চাঁদে অবতরণ পিছিয়ে যাবে কি না, সে সম্পর্কে কোনও কিছু জানাননি রাশিয়ার মহাকাশ বিজ্ঞানীরা।

উল্লেখ্য, প্রায় ৫০ বছর পর প্রথমবার চন্দ্রাভিযানে নেমেছে রাশিয়া। ভারতের চন্দ্রযান-৩ উৎক্ষেপণের প্রায় এক সপ্তাহ পরে রাশিয়া ভস্তোচেনি কসমোড্রোম থেকে লুনা-২৫ উৎক্ষেপণ করে। কিন্তু ভারতের চন্দ্রযান-৩ এর দুইদিন আগেই চাঁদে অবতরণ করার কথা লুনা-২৫-র।

প্রসঙ্গত, গত জুন মাসেই রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের প্রধান ইয়ুরি বরিসভ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানিয়েছিলেন যে লুনা-২৫-এর এই চন্দ্রাভিযান যথেষ্ট ঝুঁকিপূর্ণ। এই মিশনে সাফল্যের সম্ভাবনা আনুমানিক ৭০ শতাংশ। লুনা-২৫ যদি সফলভাবে চাঁদের পৃষ্ঠে অবতরণ করে, তবে আগামী এক বছর তা চাঁদের বিভিন্ন অংশ থেকে মাটির নমুনা সংগ্রহ ও বিশ্লেষণ করবে। ষ ইতিমধ্যেই চাঁদের ছবি তুলে পাঠিয়েছে রাশিয়া মহাকাশযান।