ইসলামের নামে তৈরি হওয়া দেশ পাকিস্তানেই (Pakistan) শিয়া ও সুন্নি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে রক্তাক্ত পরিস্থিতি। বিবিসি জানাচ্ছে, পাকিস্তান সরকারের হিসেবে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে গোষ্ঠী সংঘর্ষে অন্তত ৮০ জন নিহত হবার পর সেখানকার বিবদমান গোষ্ঠীগুলো সাত দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। সরকারি কর্তৃপক্ষ এই আলোচনায় মধ্যস্থতা করেছে।
পড়শি দেশ আফগানিস্তানের সীমান্তের কাছে পাকিস্তানের উপজাতি অধ্যুষিত জেলা কুররামে তিন দিন ধরে চলা সংঘর্ষে শতাধিক জখম। এই Couldn’t সূচনা হয় গত বৃহস্পতিবার। সেদিন শিয়া মুসলিমদের একটি গাড়িতে হামলায় অন্তত ৪০ জন নিহত হবার পর শুরু হয় পাল্টা হামলা। বিবিসি’র খবর, সেখানকার শিয়া ও সুন্নি মুসলিমদের মধ্যে কয়েক দশক ধরে ভূমি নিয়ে বিরোধের জেরে এই ধরনের সংঘর্ষ হয়ে আসছে।
রয়টার্স ও এএফপির খবর সরকারি মুখপাত্র মুহাম্মদ আলী সাইফ বলেছেন শিয়া ও সুন্নি উভয় সম্প্রদায় সংঘর্ষ বন্ধ করতে একমত হয়েছেন।সরকারি হিসেবে সংঘর্ষ ও গাড়িতে হামলার ঘটনায় গত ২১শে নভেম্বর থেকে তিন দিনে নিহত ৮২ জন ও আহত হয়েছে ১৫৬ জন। নিহতদের মধ্যে ১৬ জন সুন্নি সম্প্রদায়ের। বাকিরা শিয়া মুসলিম।
বৃহস্পতিবার শিয়া মতালম্বীদের গাড়তে হামলায় নিহতদের মধ্যে নারী ও শিশু ছিল। প্রায় দশ জনের মতো হামলাকারী গাড়ী বহরে হামলায় জড়িত ছিল। তারা রাস্তার উভয় দিক থেকে নির্বিচারে গুলি করেছে।যাত্রীদের বেশিরভাগ শিয়া অধ্যুষিত অঞ্চলের পার্বত্য এলাকার ভেতর দিয়ে যাচ্ছিল। বৃহস্পতিবার বন্দুকধারীরা যখন হামলা শুরু করে তখন কয়েকটি গাড়িচে দুশোর মতো যাত্রী ছিলো।