Afghanistan: ফের আফগানিস্তানে প্রবল ভূমিকম্প

ফের কাঁপল আফগানিস্তানের (afghanistan) মাটি। ফের ভূমিকম্প। রিখটার স্কেলে ৬.৩ মাত্রার ক্পন ধরা পড়েছে। গত সপ্তাহে ভয়াবহ কম্পনে আফগানিস্তানে হাজার হাজার মানুষের।গত শনিবারও ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছিল আফগানিস্তান। পরপর তিনটি কম্পনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, প্রাণ হারান ৪ হাজারেরও বেশি আফগানি। এরপরে আজ আবার ভূমিকম্প হল আফগানিস্তানে। 

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সের তরফে জানানো হয়েছে, বুধবার ফের ভূমিকম্প হয় আফগানিস্তানে। উত্তর-পশ্চিম আফগানিস্তানে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৩। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল।

ঘন ঘন ভূমিকম্প হচ্ছে আফগানিস্তানে। বিশেষজ্ঞরা এর কারণ অনুসন্ধান করছেন। তহে তালিবান জঙ্গিদের সরকারের আমলে আফগানিস্তানে গিয়ে গবেষণার কোনও উপায় নেই। যদিও ভূমিকম্পে লন্ডভণ্ড  হয়ে যাও আফগানিস্তানের তালিবান সরকার বারবার আন্তর্জাতিক সাহায্য চেয়েছে। তালিবান সরকারকে কূটনৈতিক স্বীকৃতি দেয়নি কোনও দেশ।

Advertisements

উল্লেখ্য, গত শনিবারই ভয়ঙ্কর ভূমিকম্প হয় আফগানিস্তানে। সেই দিনও ভূমিকম্পে মাত্রা ছিল ৬.৩। পরপর তিনটি ভূমিকম্প অনুভূত হয় বলে জানা গিয়েছিল। শনিবারের ওই ভূমিকম্পে ৪ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে আফগানিস্তান জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফে। ২০টিরও বেশি গ্রাম সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে গেছে, ভূমিকম্পে ধসে যায় ২ হাজারেরও বেশি বাড়িঘর। আফগানিস্তানের এই ভয়ঙ্কর ভূমিকম্পের পরই আমেরিকার তরফে ৫ মিলিয়ন ডলারের মানবিক সাহায্যের ঘোষণা করা হয়।