তীব্র কম্পন তিব্বতে! কাঁপল ভারত, মৃত অন্তত ৫০

কলকাতা: মঙ্গলের সকালেই অমঙ্গল৷ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে নেপাল-তিব্বত। সেই কম্পন অনুভূত হয় ভারতেও৷ কেঁপে ওঠে দিল্লি থেকে বিহার-কলকাতা-উত্তরবঙ্গ-অসম৷ ভূমিকম্পের উৎসস্থল ছিল তিব্বত। তীব্রতা ছিল…

50 Dead In Massive Tibet Earthquake

কলকাতা: মঙ্গলের সকালেই অমঙ্গল৷ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে নেপাল-তিব্বত। সেই কম্পন অনুভূত হয় ভারতেও৷ কেঁপে ওঠে দিল্লি থেকে বিহার-কলকাতা-উত্তরবঙ্গ-অসম৷ ভূমিকম্পের উৎসস্থল ছিল তিব্বত। তীব্রতা ছিল ৭.১৷ তীব্র ভূমিকম্পে এখনও পর্যন্ত ৫০ জনের মৃত্যুর খবর মিলেছে৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ (50 Dead In Massive Tibet Earthquake)

ভূমিকম্প প্রবণ এলাকা নেপাল 50 Dead In Massive Tibet Earthquake

নেপাল একটি ভূমিকম্পপ্রবণ এলাকা৷ ভারতীয় এবং ইউরেশীয় টেকটনিক প্লেটগুলির সংঘর্ষের ফলে সৃষ্ট হিমালয় পর্বত, যা ভূমিকম্পের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ৷ ২০১৫ সালের ২৫ এপ্রিল, শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছিল নেপাল৷ মৃত্যু হয়েছিল প্রায় ৯,০০০ মানুষের৷ আহতের সংখ্যা ছিল ২২,০০০-এরও বেশি৷ 

   

মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৬টা ৩৫ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। এনসিএস জানাচ্ছে, প্রথমবার কম্পন অনুভূত হওয়ার পর একের পর এক আফটার শক অনুভূত হতে থাকে৷  যার জেরে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ভূমিকম্পের তীব্রতা এতটাই ছিল যে, এর ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে৷ 

চলছে উদ্ধারকাজ 50 Dead In Massive Tibet Earthquake

এনসিএস-এর তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পটির প্রভাব শুধু নেপালেই সীমাবদ্ধ ছিল না, প্রতিবেশী দেশগুলোতেও অনুভূত হয়। ভূমিকম্পের পরবর্তী সময়ে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করা হয়, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই৷ 

রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.১। প্রথম কম্পনের কিছু ক্ষণের মধ্যেই ফের কেঁপে ওঠে শিজাং। দ্বিতীয় কম্পনটি অনুভূত হয় সকাল ৭টা ২মিনিটে। এর তীব্রতা ছিল ৪.৭। এর পাঁচ মিনিট পরে তৃতীয় কম্পন টের পাওয়া যায়। তীব্রতা ছিল ৪.৯। প্রথম দু’টি ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। তৃতীয়টির গভীরতা ছিল ৩০ কিলোমিটার গভীরে। ছ’মিনিট পরে ফের কেঁপে ওঠে মাটি৷ রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫।

বিহারে কম্পন বেশি 50 Dead In Massive Tibet Earthquake

ভারতেরও কম্পন বোঝা গিয়েছে৷ নেপাল-সীমান্ত লাগোয়া বিহারের উত্তর প্রান্তে কম্পন বেশি মাত্রায় অনুভূত হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গ, সিকিম, অসমের কিছু অঞ্চলেও ভূমিকম্প টের পাওয়া গিয়েছে৷ 

World: A powerful earthquake with a magnitude of 7.1 shook Nepal and Tibet, with tremors felt across India, from Delhi to Bihar, Kolkata, North Bengal, and Assam. The quake’s epicenter was in Tibet, resulting in at least 32 deaths.