নতুন বছরে সোশাল মিডিয়ায় এক অদ্ভুত ছবি ভাইরাল হয়েছে। ছবিতে শাহরুখ খান,(Shah Rukh Khan) গৌরী খান (Gauri Khan) ও তাদের ছেলে আরিয়ান খান মক্কায় (Makkah) দেখা গিয়েছে। এ ছবিটি দেখে অনেকেই বিভ্রান্ত হয়ে পড়েছেন—তাহলে কি গৌরী খান (Gauri Khan) ৩৩ বছর পর ধর্ম পরিবর্তন করেছেন? অনেকেই প্রশ্ন তুলেছেন, “গৌরী কি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন?”
তবে, জানা গেছে এই ভাইরাল হওয়া ছবিটি পুরোপুরি ভুয়ো। এটা আসলে ডিপফেক (AI deepfake) প্রযুক্তি দিয়ে তৈরি একটি ফটো। ডিপফেক হল এমন একটি প্রযুক্তি, যা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে মানুষের মুখ বা শরীরের ছবি বা ভিডিও পরিবর্তন করে। ফলে সত্য-মিথ্যার মধ্যে পার্থক্য নির্ধারণ করা অনেক কঠিন হয়ে যাচ্ছে।
View this post on Instagram
বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা ও সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা সংস্থাগুলো ডিপফেক (AI deepfake) প্রযুক্তি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। কারণ এই ধরনের ছবি বা ভিডিও সহজেই মানুষকে ভুল পথে পরিচালিত করতে পারে। এর আগেও বেশ কয়েকটি সেলিব্রিটি—যেমন আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ, আমির খান, এবং রশ্মিকা মন্দানা—ডিপফেকের (AI deepfake) শিকার হয়েছেন। এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এ বিষয়ে তাঁর উদ্বেগ প্রকাশ করেছেন। কেননা এই প্রযুক্তির ব্যবহার নানা সাইবার অপরাধ ও বিভ্রান্তি তৈরি করছে।
এই ভুয়ো ডিপফেক (AI deepfake) ছবিতে মক্কায় শাহরুখ, গৌরী ও আরিয়ানের উপস্থিতি দেখা যায়। এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে এত দ্রুত ছড়িয়ে পড়ে (Viral photo) । এর ফলে অনেকেই বিশ্বাস করতে শুরু করেন যে গৌরী (Gauri Khan) ধর্ম পরিবর্তন করেছেন। কিন্তু গৌরী খান বরাবরই তাঁর ধর্মীয় বিশ্বাস নিয়ে স্পষ্ট ছিলেন। তিনি ২০০৫ সালে ‘কফি উইথ করণ’ শোতে একবার জানিয়েছিলেন তাঁর সম্পর্কের ভারসাম্য খুবই গুরুত্বপূর্ণ। তিনি শাহরুখের ধর্মীয় বিশ্বাসকে সম্মান করেন। কিন্তু নিজে কখনোই মুসলিম হওয়ার কথা ভাবেননি।
গৌরী (Gauri Khan) বলেছেন, “ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণের কোনও চিন্তা আমার কখনো ছিল না। তবে আমি শাহরুখের ধর্মীয় বিশ্বাসকে সবসময় সম্মান করি এবং আমাদের সম্পর্কের মধ্যে সেটা বড় ভূমিকা পালন করে।” এছাড়াও, শাহরুখ-গৌরীর তিনটি সন্তান—আরিয়ান, সুহানা এবং আব্রাম—তাদের ধর্মীয় স্বাধীনতা বজায় রেখে বড় হয়েছেন। যেমন তারা ঈদ উৎসব উদযাপন করে, তেমনই দিওয়ালি ও অন্যান্য হিন্দু উৎসবও উদযাপন করে।