Ukraine War: খারকিভে গণহত্যা চালিয়ে পালিয়েছে রুশ সেনা, ৪০০ কবরের দাবি ইউক্রেনের

যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে (Ukraine War) ফের গণ কবরের খোঁজ মিলল। এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, সম্প্রতি খারকিভের ইজিয়ামে একটি গণকবর পাওয়া গেছে। এই…

যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে (Ukraine War) ফের গণ কবরের খোঁজ মিলল। এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, সম্প্রতি খারকিভের ইজিয়ামে একটি গণকবর পাওয়া গেছে। এই শহরটি রুশ সেনার দখল থেকে ফের নিজেদের দখলে এনেছে ইউক্রেনের সেনা। খারকিভ সহ বিভিন্ন শহর থেকে সরছে রাশিয়ার বাহিনী। আশঙ্কা রুশ সেনা চলে যাওয়ার আগে গণহত্যা চালিয়েছে।

খারকিভের পুলিশ প্রধান জানিয়েছেন, গণকবরটিতে ৪৪০টি মৃতদেহ ছিল। ‘ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, গত সপ্তাহান্তে ওই এলাকাগুলো পুনরায় দখল করার পর ইজিয়াম শহরে একটি গণকবরের স্থান পাওয়া গেছে। আরও তথ্য যাচাই করা হয়েছে।

   

তিনি আরও জানান, বুচা, মারিউপোলের পর এবার ইজিয়ামে মিলেছে গণকবর। রাশিয়ানরা এখানে মৃতদেহগুলি ফেলে পালিয়ে যাচ্ছে। গোটা বিশ্বের কাছে রাশিয়াকে এই নিয়ে জবাবদিহি করতেই হবে। রাশিয়াকে এই যুদ্ধের প্রকৃত দায়িত্ব নিতে হবে। এর জন্য আমরা সব কিছু করব। খারকিভে বিপুল পরিমাণ গোলাবারুদ ও সরঞ্জাম ফেলে গেছে রুশ সেনা।