Indonesia: অবৈধ সোনার খনি ধসে মৃত্যু ২০ জনের

49

ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল ইন্দোনেশিয়ায় (Indonesia)। অবৈধ সোনার খনিতে ভূমিধসের জেরে মৃত্যু হল অন্ততপক্ষে ২০ জনের। এমনটাই জানিয়েছেন উদ্ধারকারীরা। এখনও অবধি ৭ জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে বলে খবর।

 

এছাড়া আনুমানিক ২০ জনের মৃত্যু হয়েছে বলে কর্মকর্তারা শনিবার জানিয়েছেন। জানা গিয়েছে, পশ্চিম কালিমানতান প্রদেশের বোর্নিও দ্বীপের পশ্চিমে ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধসের ঘটনা ঘটছে।

এক উদ্ধারকারী জানান, “শুক্রবার রাতে আমরা ঘটনার বিষয়ে জানতে পারি। সঙ্গে সঙ্গে আমাদের কর্মীদের ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে।”

ইন্দোনেশিয়ায় ভূমিধসের কারণে, বিশেষ করে বর্ষার সময় প্রায়ই খনির দুর্ঘটনা ঘটে থাকে।

(সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে পান। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram এবং Facebook পেজ)