Plane Crash: ল্যান্ডিং গিয়ার ভেঙেই বিমান দুর্ঘটনা, বছর শেষে দ:কোরিয়ায় শতাধিক নিহত

বছর শেষে মর্মান্তিক (Plane Crash) বিমান দুর্ঘটনা। শতাধিক নিহত বলেই জানা যাচ্ছে। দক্ষিণ কোরিয়ায় ভেঙে পড়া এই বিমানে চালক-ক্রু সহ মোট ১৮১ জন ছিলেন। কমপক্ষে…

Plane Crash: ল্যান্ডিং গিয়ার ভেঙেই বিমান দুর্ঘটনা, বছর শেষে দ:কোরিয়ায় শতাধিক নিহত

বছর শেষে মর্মান্তিক (Plane Crash) বিমান দুর্ঘটনা। শতাধিক নিহত বলেই জানা যাচ্ছে। দক্ষিণ কোরিয়ায় ভেঙে পড়া এই বিমানে চালক-ক্রু সহ মোট ১৮১ জন ছিলেন। কমপক্ষে ১৭৯ জন নিহত বলেই খবর আসছে। (179 People Feared Dead In South Korea Plane Crash)

বিমানে পোড়া যাত্রীদের মৃতদেহের সারি

   

দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে যায় বিমানটি। ওই  বিমানটি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে ফেরত গিয়ে বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে।

(179 People Feared Dead In South Korea Plane Crash) বিমানের ল্যান্ডিং গিয়ার ভেঙেছে

স্থানীয় টিভি চ্যানেলের ফুটেজ সম্প্রচার করেছে যাতে দেখা যাচ্ছে প্লেন থেকে কালো ধোঁয়া ও আগুনে আচ্ছন্ন হয়ে পড়ে। বিমানের ল্যান্ডিং গিয়ার সঠিকভাবে স্থাপন করতে ব্যর্থ হয়েছে বলে জানা গেছে। বিমানটি তখন রানওয়ে থেকে সরে যায় এবং বিমানবন্দরের ঘেরের দেয়ালে আঘাত করে, সামনে এবং লেজের অংশে দুটি টুকরো ভেঙে আগুনে ফেটে যায়।

179 People Feared Dead In South Korea Plane Crash
ইয়োনহাপ নিউজ জানিয়েছে এই আঞ্চলিক বিমানবন্দরটি দক্ষিণ কোরিয়া থেকে নয়টি দেশে 18টি আন্তর্জাতিক গন্তব্যে বিমান পরিচালনা করবে।মুয়ান-ব্যাংকক রুট মাত্র তিন সপ্তাহ আগে 8 ডিসেম্বর চালু হয়েছিল।

ভেঙে পড়া বোয়িং 737-8AS দক্ষিণ কোরিয়ার জেজু এয়ার দ্বারা চালিত। ইঞ্জিন থেকে ধোঁয়া উড়তে থাকা রানওয়েতে নেমে আসে। কিছুক্ষণ পর বিমানটি আগুনে পুড়ে যায়। ন্যাশনাল ফায়ার এজেন্সি জানিয়েছে যে আগুন প্রায় নিভিয়ে ফেলা হয়েছে। দুর্ঘটনাস্থল মুয়ানের বিমানবন্দরে মৃত্যু মিছিল।

Tragic plane crash at the end of the year. It is reported that more than a hundred people were killed. There were a total of 181 people on board the plane that crashed in South Korea, including the pilot and crew. At least 179 people are reported to have died. South Korean news agency Yonhap reported that the plane skidded off the runway at Muan International Airport. The plane crashed while returning from the Thai capital Bangkok.