মঙ্গলবার সন্ধ্যায় প্রথমবার নরেন্দ্র মোদীর রোড-শো দেখল কলকাতা। উত্তর কলকাতার বিজেপির প্রার্থী তাপস রায়ের সমর্থনে এ দিন রোড শো করেন প্রধানমন্ত্রী। সকাল থেকে সাজ সাজ রব শ্যামবাজার থেকে বিবেকানন্দ রোডের শিমলা পাড়ায় বিবেকানন্দের বাড়ি পর্যন্ত। বিকেল পেরিয়ে সন্ধ্যা নামতেই নিরাপত্তার বহর যত বেড়েচে, তেমনই মানুষের ঢলও লক্ষ্য করা গিয়েছে। গেরুয়া রঙের পোস্টার ব্যানার, থিম সং, বেলুনে চেয়ে গিয়েছিল উত্তরের জনপদ। রাস্তাজুড়ে ছড়ানো ছিল ফুল। সেই ফুলের উপর দিয়েই গড়াল মোদীর গাড়ির চাকা
শ্যামবাজার থেকে শুরু হওয়া রোড-শোয়ে প্রথমে প্রধানমন্ত্রীর দু’পাশে ছিলেন বঙ্গ বিজেপির দুই নেতা শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার। এরপরই ভিড়ের মধ্যে আওয়াজ ওঠে প্রার্থী কোথায়? তারপরই পালা বদল! শুভেন্দু সরে গিয়ে মোদীর পাশে দাঁড়ানোর জন্য জায়গা করে দিলেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়কে। হুড খোলা গাড়ির মাথায় তখন প্রধানমন্ত্রী মোদীর পাশে মধ্য কলকাতার ছেলে তাপস।
Abhishek Banerjee: ছ’দফাতে তৃণমূলের ঝুলিতে ক’টা আসন? বড় ঘোষণা ‘সেনাপতি’ অভিষেকের
নির্বাচনী প্রচার হোক বা অন্য কোনও অনুষ্ঠান, তৃণমূলে থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে এ ভাবে তাপস রায়কে কবে দেখা গিয়েছে তা মনে করা যায় না। সেই অর্থে কয়েক মাস আগে বিজেপিতে নাম লিখিয়েই শুরুতে প্রার্থী হওয়া, মহ্গলবার আবার খোদ মোদীর পাশে দাঁড়িয়ে প্রায় দেড় কিমি পথ পাড়ি যেন তাপস রায়ের দীর্ঘ রাজনৈতিক জীবনে নতুন মাইলফলক হয়ে থাকল।
স্বামীজির স্থানে এবার মোদী! বিবেকানন্দ রকে ধ্যানে বসবেন প্রধানমন্ত্রী
মমতার কাছে কদন জোটেনি। তাই অভিমান, আক্ষেপ ঝরে পড়ে রায়বাবুর গলায়। বিজেপিতে অন্তত এখনও তেমন কিছু ঘটেনি। উল্টে যোগ্য সম্মান পাচ্ছেন বলে নিজেই দাবি করেছেন তাপস রায়। কেমন লাগল প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়ে মানুষের আশর্বাদ নিতে? তাপস রায়ের কথায়, ‘এ হল প্রধানমন্ত্রীর উদারতা। এত বড় নেতা, দেশের নেতা, উনি আমার জন্য প্রচার করতে এসেছেন’
মোদীর রোড-শো ঘিরে এ দিন ভিড়, মানুষের উন্মাদনা দেখা গিয়েছে। যা দেখে অনুমান, উত্তর কলকাতার লড়াই এবার তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জন্য সহজ হবে না। ১ তারিখ কঠিন পরীক্ষায় বসতে হবে সত্তরোর্ধ্ব বিদায়ী সাংসদকে।