ফের একবার গণধর্ষণের ঘটনা ঘটল রাজ্যে। জানা গিয়েছে, হুগলি জেলায় এক বিবাহিত মহিলাকে মডেলিং-এ কাজের অফার দিয়ে একটি ফ্ল্যাটে তাঁকে গণধর্ষণের অভিযোগ উঠেছে।
ওই নির্যাতিতা পুলিশকে জানিয়েছেন, প্রথমে তাঁকে ওই ফ্ল্যাটে ডাকা হয়। এরপর তাঁকে মদ খাইয়ে গণধর্ষণ করেন কয়েকজন। সূত্রের খবর, হুগলি জেলার শ্রীরামপুরের বাসিন্দা দীপক ঘোষ ও বিশ্বজিৎ নামের দুজন ব্যক্তি নির্যাতিতাকে মডেলিংয়ে কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। এরপর তাঁকে ওই ফ্ল্যাটে ডেকে এনে ধর্ষণ করে। এরপর নির্যাতিতা বাড়ি ফিরে তাঁর স্বামীকে গোটা ঘটনা খুলে বলেন।
<
p style=”text-align: justify;”>ওই নির্যাতিতার স্বামী স্থানীয় থানায় গিয়ে ওই দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এবং পুলিশকে জানায়, তাঁর স্ত্রীকে দীপক ও বিশ্বজিৎ হুমকি অবধি দিয়েছে। এছাড়া এর আগেও এরা দুজন অন্যান্য মেয়েদের সঙ্গে এমন কাজ করেছে বলে জানিয়েছে। ইতিমধ্যেই পুলিশ মামলা রুজু করেছে বলে খবর। শুধু তাই নয়, ঘটনায় দুজনকে গ্রেফতার অবধি করেছে পুলিশ।