Drinking Water in a Copper Vessel: তামার পাত্রে জল খাওয়ার উপকারিতা গুলি জেনে নিন

আজকাল লোকজনেরা জল খাওয়ার জন্য অনেক ধরনের পাত্র ব্যবহার করেন । কাঁচের তৈরি সুন্দর সুন্দর জলের পাত্র বেরিয়েছে । তবে দেখতে শুধু সুন্দর হলেই হবেনা…

Drinking Water Copper Vessel

আজকাল লোকজনেরা জল খাওয়ার জন্য অনেক ধরনের পাত্র ব্যবহার করেন । কাঁচের তৈরি সুন্দর সুন্দর জলের পাত্র বেরিয়েছে । তবে দেখতে শুধু সুন্দর হলেই হবেনা , উপকারও থাকতে হবে । তামার পাত্রে জল খাওয়া স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী । এই প্রথাই বলা যায় চলে আসছে প্রাচীন যুগ থেকে ।  অনেকের বাড়িতে তামার মগ, গ্লাস, তামার বোতল (Copper Vessel) ব্যবহার করা হয় ।

তামার বোতল বা পাত্রে জল খেলে কি কি উপকার পাওয়া যায়
১) আ্যনিমিয়া দূর করে – রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কম থাকলে আ্যনিমিয়ার সমস্যা হয় । সেক্ষেত্রে আপনাকে তামার পাত্রে রাখা জল খেতেই হবে। অভ্যাস না থাকলে অভ্যাস করে নিন।
২) হজম ক্ষমতা বাড়ায় – স্টমাকে জমে থাকা ক্ষতিকর টক্সিনদের বের করার পাশাপাশি লিভার আর কিডনির কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে তামা।

   

৩) ওজন হ্রাসে সাহায্য করে – তামার গ্লাসে জল খাওয়ার অভ্যাস করলে হজম ক্ষমতা বাড়ে , অন্যদিকে শরীরে জমে থাকা অতিরিক্ত চর্বি কমে যায়।
৪) ক্ষত সারে তাড়াতাড়ি – আ্যন্টিব্যাকটেরিয়াল প্রপাটিজে পরিপূর্ন থাকার জন্য তাড়াতাড়ি ক্ষত সারাতে শুরু করে ।‌রোগ প্রতিরোগ ক্ষমতাও সাংঘাতিক শক্তিশালী হয়েওঠে।
৫) উচচ রক্ত চাপ সারায় – যাঁদের উচচ রক্তচাপের সমস্যা রয়েছে , তাঁরা তামার পাত্রে জল খাবেন । উচচ রক্তচাপ একেবারে নিয়ন্ত্রণে থাকবে।