HomeWest BengalPurba Bardhman: 'তৃণমূলীরা বলল ১২ তারিখ থেকে কুচি কুচি করে কাটব'

Purba Bardhman: ‘তৃণমূলীরা বলল ১২ তারিখ থেকে কুচি কুচি করে কাটব’

- Advertisement -

রাস্তায় দাঁড়িয়ে সংবাদ মাধ্যমে সরাসরি অভিযোগ জানালেন মহিলারা, তৃণমূল খুনের হত্যার হুমকি দিয়েছে। অভিযোগ, ভোটের দিনই হুমকি এসেছে ফলাফল ঘোষণার পর কুচি কুচি করে কাটা হবে। পূর্ব বর্ধমানের রায়না এই হুমকি বার্তার জেরে তীব্র উত্তেজনা।

ভোটের সকাল থেকে তৃ়নমূল বনাম বাম সমর্থকদের দফায় দফায় সংঘর্ষ হয় রায়নার বিভিন্ন বুথে। রায়নার বেলশ্বর এলাকার মহিলা ভোটারদের অভিযোগ, এলাকার কয়েকজন যখন ভোটগ্রহণ কেন্দ্রে যাচ্ছিলেন তখন হুমকির মুখে পড়তে হয়েছে।

   

সকাল থেকে ভোট গ্রহণ কেন্দ্রে প্রচুর মানুষ এসে জমায়েত করছেন। তার মধ্যে হুমকি, ভোটে বাধার দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ‌। তৃণমূল ঘটনাটি অস্বীকার করেছে।

মনোনয়ন পর্ব জমা থেকেই তৃণমূল বাম বিক্ষিপ্ত সংঘর্ষ চলে রায়নায়। ভোটের দিনও তেমনই ছবি। জেলা সিপিআইএমের দাবি, সাংগঠনিক শক্তি চাগিয়ে তুলে বিভিন্ন বুথে প্রতিরোধ করা গেছে। তবে তৃ়ণমূলের দাবি, সবই বাম শিবিরের রটনা।

খণ্ডঘোষ, মেমারি, আউসগ্রাম, কেতুগ্রাম, বর্ধমান সদর উত্তর, কালনা, কাটোয়া, মন্তেশ্বর, মঙ্গলকোট, গলসি, জামালপুর সহ জেলার সর্বত্র ভোটে বিক্ষিপ্ত অশান্তির খবর এসেছে। আউসগ্রামে তৃনমূল বাম সংঘর্ষে এক বাম সমর্থকের মৃত্যু হয় বলে জানিয়েছে সিপিআইএম।

কাটোয়ায় এক তৃণমূল কংগ্রেস কর্মীকে খুনের অভিযোগ উঠেছে। অভিযোগ, সিপিআইএম এই খুন করেছে। তবে অভিযোগ অস্বীকার করেছে সিপিআইএম। 

পঞ্চায়েত ভোট শুরুর পর আশঙ্কা মিলিয়ে রক্তাক্ত হয়ে গেছে রাজ্য। চলছে খুনের পর্ব। ভোট রুখতে হিংসা নিয়ে কড়া বার্তা দিয়েছেন রাজ্যপালে। সন্ত্রাসমুক্ত পঞ্চায়েত ভোট করতে হবে, ভোটাধিকার যেন সুরক্ষিত থাকে এমন বার্তা প্রশাসনকে দেন তিনি। তাঁর আবেদন অকার্যকর বলেই প্রমাণ হয়েছে ভোটের সকালে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular