Malda: খাটিয়ায় রোগীকে নিয়ে যাওয়ার পথে মৃত্যু, বিরোধীদের কটাক্ষ ‘তৃ়ণমূলী উন্নয়ন’

শনিবার মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল মালদাবাসী কারণ এবার ওড়িশার ঘটনার ছায়া পড়ল মালদার (malda) বামনগোলায়। বেহাল রাস্তার জন্য অ্যাম্বুলেন্স-টোটো কিছু না পেয়ে গুরুতর অসুস্থ ২৪…

শনিবার মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল মালদাবাসী কারণ এবার ওড়িশার ঘটনার ছায়া পড়ল মালদার (malda) বামনগোলায়। বেহাল রাস্তার জন্য অ্যাম্বুলেন্স-টোটো কিছু না পেয়ে গুরুতর অসুস্থ ২৪ বছরের গৃহবধূকে খাটিয়ায় করে ১০ কিমি দূরে হাসপাতালে নিয়ে যেতে যেতেই পথেই মৃত্যু। ৬ বছর আগে ওড়িশায় সরকারি হাসপাতাল থেকে স্ত্রীর দেহ নিয়ে যাওয়ার জন্য গাড়ি পাননি দানা মাজি। বাধ্য হয়ে নিজের কাঁধে করেই স্ত্রীর দেহ নিয়ে হাঁটা লাগান তিনি। এই ঘটনা সমগ্র দেশে আলোড়ণ সৃষ্টি করেছিল, নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। এরপর মালদার ঘটনা নাড়িয়ে দিল সকল রাজ্যবাসীকে।

শুক্রবার এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মালদার বামনগোলায়। ৫ কিলোমিটার রাস্তা বেহাল থাকার কারণে রোগিণীকে হাসপাতালে নিয়ে যেতে রাজী হয়নি অ্যাম্বুল্যান্স, টোটো। কোন সাহায্য না পেয়ে পরিবারের সদস্যরা রোগিণীকে খাটিয়ায় তুলে কাঁধে করে নিয়ে যান ১০ কিলোমিটার দূরে মোদিপুকুরের সরকারি হাসপাতালে। কিন্তু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দেখে মৃত ঘোষণা করেন।মৃত গৃহবধূ বামনগোলার মালডাঙা গ্রামের ২৪ বছরের মামণি রায়।

পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার জ্বর আসে গৃহবধূর। শুক্রবার অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন পরিবারের সদস্যরা। কিন্তু জ্বর আসার দু-দিনের মাথায় গৃহবধূর মৃত্যু হয়। ইতিমধ্যেই হাসপাতালে নিয়ে যাওয়ার ছবি ভাইরাল হয়েছে। ভাইরাল হতেই শুরু হয়েছে বিতর্ক। ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা ২৪x৭ নিউজ পোর্টাল।

স্থানীয়রা দাবি করেছেন যে গোবিন্দপুর-মহেশপুর গ্রাম পঞ্চায়েতের এই এলাকায় পাকা রাস্তা চেয়ে বহুবার পথ অবরোধ করেও কোন সুরাহা হয়নি। বামনগোলার মালডাঙা থেকে আইগনতারা পর্যন্ত ৫ কিলোমিটার রাস্তা এখনও মাটির। পরিবার এবং স্থানীয়দের অভিযোগ কার্যত বিনা চিকিৎসায় বেঘোরে প্রাণ হারালেন তরুণী গৃহবধূ।

স্থানীয়দের দাবি, গোবিন্দপুর-মহেশপুর গ্রাম পঞ্চায়েতের এই এলাকায় পাকা রাস্তা চেয়ে বারবার পথ অবরোধ হয়েছে। তাতে কাজ হয়নি। বামনগোলার মালডাঙা থেকে আইগনতারা পর্যন্ত ৫ কিলোমিটার রাস্তা এখনও মাটির। আর তার জন্যই কার্যত বিনা চিকিৎসায় বেঘোরে প্রাণ হারালেন তরুণী গৃহবধূ। প্রশাসনের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

উল্লেখ্য, বামনগোলার গোবিন্দপুর-মহেশপুর গ্রাম পঞ্চায়েত বিজেপির দখল থেকে ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচনে ছিনিয়ে নেয় তৃণমূল। বামনগোলা ব্লক হবিবপুর বিধানসভার অন্তর্গত। সেখানের বিধায়ক বিজেপির জুয়েল মুর্মু এবং সাংসদও বিজেপির, মালদা উত্তরের খগেন মুর্মু।