Darjeeling: টুং স্টেশনে ঘাপটি মেরেছিল বুড়ো লেপার্ড, কাছে পেলেই খপাৎ!

দিব্যেন্দু দুবে: বাঘ বাঘ বাঘ…হই হই কান্ডে সকাল হতেই গরম দার্জিলিং! খবরটা পেলাম দার্জিলিং (Darjeeling) ঘুরতে এসেই। বড়দিনের ছুটিতে একেবারে গা গরম করা খবর kolkata…

Darjeeling tiger

দিব্যেন্দু দুবে: বাঘ বাঘ বাঘ…হই হই কান্ডে সকাল হতেই গরম দার্জিলিং! খবরটা পেলাম দার্জিলিং (Darjeeling) ঘুরতে এসেই। বড়দিনের ছুটিতে একেবারে গা গরম করা খবর kolkata 24×7 আর সামাজিক মাধ্যমে পড়ে ক্যামেরা নিয়ে যুদ্ধে নেমেছি। যদি মামার দেখা মেলে! এক পলকের একটু দেখা হলেই মেশিনগানের গুলির মতো ক্যামেরার সাটার চলতে থাকবে। ছবি-বিদ্ধ হবে প্রাণীটা।

আমি আছি লাটপাঞ্চারে, মহানন্দা অভয়ারণ্য এলাকায়। এটা বাঘ, লেপার্ড (স্থানীয়ভাবে পাহাড়ি চিতা) আর ব্ল্যাক পান্থারের এলাকা। প্যান্থার কম, লেপার্ড বেশি। আপাতত সব নজর ওই নির্জন টুং স্টেশন। শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন লাইনের টুং স্টেশনের কাছেই ঘাপটি মেরে বসেছিল মামা।

টুং স্টেশন কেমন যেন গা ছমছমে। আসলে এই পাহাড়ি স্টেশগুলোর মধ্যে ঘুম, কার্সিয়াং ছাড়া বাকি সবকটা স্টেশন নির্জন। কুয়াশা ঢাকলে সবকটা স্টেশনে ভুতুড়ে সিনেমার মতো দৃশ্য তৈরি হয়। বুধবার রাতে টুং স্টেশনের কাছে পাহাড়ি বাঁকে গাড়ির হেডলাইটের হলুদ আলো আর আঁধারিতে ডুবে থাকা কালো মাথাটা কোন প্রাণীর? সকালে ভিডিও দেখে অনেক ফোনাফুনি করে জানলুম ওটা আসলেই হালুম!

হালুম! একেবারে আমার আশেপাশে আছে। জানলাম ওটা বুড়ো লেপার্ড। মাঝে মধ্যেই এদিক ওদিক ঘোরে। ছাগল, মুরগি, ভেঁড়া খেতে আসে। আসলে মহানন্দা অভয়ারণ্যের মাঝে থাকা পাহাড়ি লেপার্ড বুড়ো হয়ে যাওয়ায় আর শিকার করতে পারে না। তাই পাহাড়ি গ্রামে হানা দেয়। টুং স্টেশনের কাছে বুড়ো হালুম এসে বসেছিল। তখনই গাড়ির হেডলাইটের আলোয় থতমত খেয়ে গেছে।

বুড়ো হোক আসলে তো হালুম। কাছে পেলেই ঘাড় মটকে দিতে পারে। তবে এই লেপার্ডটা বয়স্ক তাই বেশি গতর নড়াতে চায় না। এদিক ওদিক ঘাপটি মেরে থাকে। শিকারী স্বভাব যাবে কোথায়! বড়দিনের ছুটিতে যদি দেখা মেলে তাহলে সোনায় সোহাগা। বুধবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন ও বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী কয়েকদিন রাতের তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও পূর্বাভাস নেই। তার মানে আশা আছে। আশায় বাঁচে চাষা। দেখা যাক কী হয়।

(এই প্রতিবেদনটি পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের বাসিন্দা বাঘের আলোকচিত্রী দিব্যেন্দু দুবের বয়ান অনুসারে লেখা। তিনি বাঘের ছবি তুলে বিভিন্ন দেশি-বিদেশি প্রদর্শনীতে প্রশংসিত)