কলকাতা: বুধবার ভবানীপুরের চক্রবেড়িয়ার পুজো মন্ডপ উদ্বোধনে ডান্ডিয়ার তালে পা মেলান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার কলকাতায় আকাশভাঙ্গা বৃষ্টি, জলমগ্ন অবস্থায় কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় বিদ্যুৎপৃষ্ট হয়ে ১০ জনের মৃত্যু হয়। আর তার ২৪ ঘন্টার মধ্যেই মুখ্যমন্ত্রীর পুজোর আনন্দে ফেরা নিয়ে সুর চড়িয়েছে বিরোধীরা।
বিজেপির আইটি (IT) শাখার প্রধান অমিত মালব্য (Amit Malviya) ভবানীপুরের চক্রবেড়িয়ার পুজো মন্ডপ উদ্বোধনে মুখ্যমন্ত্রীর দান্ডিয়া নাচের ভিডিও পোস্ট করে কটাক্ষ করেন, “কলকাতায় বিদ্যুৎপৃষ্ট হয়ে ১১ জনের মৃত্যুর ২৪ ঘন্টাও কাটেনি। আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির স্বার্থে পুজো মন্ডপ উদ্বোধনে ডান্ডিয়া নাচে মেতেছেন। কোনও মানুষ কতটা অসংবেদনশীল হলে এই কাজ করতে পারেন!”
বিজেপি জলে নামলো কই? কটাক্ষ শাসকদলের
অন্যদিকে, বিজেপি (BJP) কেবলমাত্র সমাজমাধ্যমের পোস্টেই খালাস! পথে নেমে পরিস্থির মোকাবিলা করল কই? বলে পাল্টা সরব হয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার ৫ ঘন্টার আকাশভাঙ্গা বৃষ্টিতে কলকাতা জলমগ্ন হয়ে যাওয়ায় কলকাতা পুরসভার মেয়র নিজে পথে নেমে জঞ্জাল সাফ করেছেন, পরিস্থিতি খতিয়ে দেখতে মঙ্গলবার শহরজুড়ে কার্যত ছুটে বেরিয়েছেন বলে পাল্টা তোপ দেগেছে শাসকদল।
সেইসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কালীঘাটের নিজ বাসভবন থেকে জেলার পুজোর ভার্চুয়াল উদ্বোধনের সময় শহরবাসীর পাশে থাকার আশ্বাস দিয়ে সবাইকে সাবধানে থাকার পরামর্শ দেন। কিন্তু এই জটিল পরিস্থিতিতে বিজেপির নেতা-কর্মীরা কেবল কলকাতা পুরসভা, শাসকদলের গাফিলতি নিয়ে কেবল সমাজমাধ্যমের তির্যক মন্তব্য করার মধ্যেই সীমিত থেকেছে। মানুষের পাশে দাঁড়াতে তাঁদেরও দেখা যায়নি বলে উঠছে অভিযোগ।

আমাদের Google News এ ফলো করুন
২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।
