WBCS পরীক্ষায় বাংলা বাধ্যতামূলকের সিদ্ধান্ত প্রত্যাহার, প্রেস কনফারেন্স বাংলা পক্ষের

বাংলা পক্ষ দীর্ঘ ৫ বছর ধরে লড়াই করেছে বাংলা ভাষার অধিকার নিয়ে। এই দীর্ঘ লড়াইয়ের পর বাংলার রাজ্য সরকার গত বছর মার্চ মাসে গেজেট প্রকাশ…

Bangla Pokkho Protests

বাংলা পক্ষ দীর্ঘ ৫ বছর ধরে লড়াই করেছে বাংলা ভাষার অধিকার নিয়ে। এই দীর্ঘ লড়াইয়ের পর বাংলার রাজ্য সরকার গত বছর মার্চ মাসে গেজেট প্রকাশ করে WBCS পরীক্ষায় ৩০০ নম্বরের বাংলা বাধ্যতামূলক করেছিল। যার ফলে বাঙালি ছেলেমেয়েরা প্রচণ্ড খুশি হয়েছিল। বিভিন্ন দলে থাকা বহিরাগত হিন্দি-উর্দু লবির চাপে, এমনকি বিরোধী দলনেতার চাপের সামনে আত্মসমর্পন করে গতকাল সেই সিদ্ধান্ত প্রত্যাহারের ঘোষণা করল রাজ্য সরকার।

বাংলার পেপার না থাকায় বাঙালির ব্যাপক ক্ষতি হয়৷ অন্যদিকে সব রাজ্যের সিভিল সার্ভিসে সেই রাজ্যের মূল সরকারি ভাষার পেপার বাধ্যতামূলক। তবে সেই সুবিধা ছিল না বাংলায়। যারা বাংলায় বিডিও বা কৃষি আধিকারিক হয়ে রাজ্যের বাঙালিকে (বাংলার ৮৬% মানুষ বাঙালি) পরিষেবা দেবে, তাদের এত বাংলা বিদ্বেষ কেন? বাংলা শিখবে না কেন? এই নিয়ে ওঠে একাধিক প্রশ্ন।

তার সঙ্গেই তারা প্রশ্ন করেছিলো যে, সরকারের এই হিন্দি-উর্দু তোষণ কেন? ২০২১ সালে তাহলে বাঙালির নামে ভোট চাওয়া হল কেন? বাঙালি কি অন্য রাজ্যে বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারে? অন্য রাজ্যে রাজ্য সরকারি চাকরি পায়?

তাই এই বাঙালি বিরোধী, কালো সিদ্ধান্তের প্রতিবাদে আগামীকাল (১৩ ই জানুয়ারী, শনিবার) বিকাল ৪ টের সময় কলকাতা প্রেস ক্লাবে বাংলা পক্ষর প্রেস কনফারেন্স হতে চলেছে৷ WBCS বিষয়ক সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করে এবং বৃহত্তর আন্দোলনের ডাক দিয়ে এই সাংবাদিক সম্মেলন হবে।