মাঘের শুরুতেই ফিরছে হাড় কাঁপানো শীত! ফের পারদ পতনের ইঙ্গিত

কলকাতা: ফের রণংদেহী মেজাজে ফিরল শীত৷ মাঘ পড়তেই নিম্নমুখী পারদ৷ শীতের নতুন স্পেলে ফের হাড় কাঁপানো ঠান্ডা অনুভব করবে দক্ষিণবঙ্গের মানুষ৷ ১৮ জানুয়ারি, শনিবার থেকেই…

winter weather West Bengal

short-samachar

কলকাতা: ফের রণংদেহী মেজাজে ফিরল শীত৷ মাঘ পড়তেই নিম্নমুখী পারদ৷ শীতের নতুন স্পেলে ফের হাড় কাঁপানো ঠান্ডা অনুভব করবে দক্ষিণবঙ্গের মানুষ৷ ১৮ জানুয়ারি, শনিবার থেকেই জাঁকিয়ে বসবে শীত৷ তেমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের৷  (winter weather West Bengal)

   

মধ্যভারতে বিপরীত ঘূর্ণাবর্ত winter weather West Bengal

আলিপুর জানাচ্ছে, মধ্য ভারতে একটি বিপরীত ঘূর্ণাবর্ত দেখা দিয়েছে। যার জেরে আগামীকাল থেকে উত্তুরে হওয়ার দাপট বাড়বে। লাফিয়ে নামবে পারদ। আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম থাকবে বলেই পূর্বাভাস৷ 

আগামী সাতদিন বৃষ্টির কোনও পূর্বাভাস নেই৷ উত্তর ও দক্ষিণ দুই বঙ্গের আবহাওয়াই শুষ্ক থাকবে।  আগামী দু’দিনে কলকাতার তাপমাত্রা ১২-১৩ ডিগ্রিতে নামতে পারে। অন্যান্য জেলাগুলিতে তাপমাত্রা আরও কয়েক ডিগ্রি নামতে পারে বলেই পূর্বাভাস আবহাওয়া দফতরের৷ 

শীতের সঙ্গে ফিরছে কুয়াশা winter weather West Bengal

শীতের সঙ্গে ফিরবে কুয়াশার দাপটও৷ দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান জেলায় ঘন কুয়াশায় ঢাকা পড়বে।

কুয়াশায় ঢাকা থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিও৷ দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, দুই দিনাজপুর এবং মালদায় ঘন কুয়াশার সতর্কতা জারি করাহ  হয়েছে। দৃশ্যমান্যতা অনেকটা কম থাকবে৷ পাশাপাশি দার্জিলিং-এর পাহাড়ে তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। ‌

শুক্রবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ কুয়াশার বিশেষ দাপট থাকবে না৷ সকাল থেকেই ঝকঝকে আকাশের দেখা মিলবে৷