আরও পারদ পতনের ইঙ্গিত বঙ্গে! চার জেলায় হবে বৃষ্টি

কলকাতা: বাংলা জুড়ে পৌষের আমেজ৷ কনকনে হাওয়ায় কাঁপছে শহর থেকে জেলা৷ মঙ্গলবার ভোরেও ছিল কুয়াশার দাপট৷ কলকাতা-সহ বিভিন্ন জেলায় কম-বেশি কুয়াশা দেখা যায়৷ আরও পারদ…

winter weather in bengal

কলকাতা: বাংলা জুড়ে পৌষের আমেজ৷ কনকনে হাওয়ায় কাঁপছে শহর থেকে জেলা৷ মঙ্গলবার ভোরেও ছিল কুয়াশার দাপট৷ কলকাতা-সহ বিভিন্ন জেলায় কম-বেশি কুয়াশা দেখা যায়৷ আরও পারদ পতনের সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস৷ পাশাপাশি, চার জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস৷ (winter weather in bengal)

Advertisements

ফের পারদ পতন winter weather in bengal

আগামী ২৪ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না বলেই জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। পরবর্তী ৩ দিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রার বিশেষ বদল হবে না। তারপরে ৩ দিনে ২-৪ ডিগ্রি নামতে পারে পারদ৷ 

   

দক্ষিণে বৃষ্টি নেই winter weather in bengal

মঙ্গলবার দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই৷ আজ শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে৷ যা স্বাভাবিকের থেকে প্রায় ১ ডিগ্রি সেলসিয়াস কম। অন্যদিকে, আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি৷ যা স্বাভাবিক। মঙ্গলবার কলকাতার আকাশ মূলত পরিষ্কার থাকবে৷ 

উত্তরে বৃষ্টির পূর্বাভাস winter weather in bengal

মঙ্গববার থেকে বৃষ্টি শুরু হবে উত্তরবঙ্গে৷ হাওয়া অফিস জানাচ্ছে, দার্জিলিঙের কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ তুষারপাতও হতে পারে। হালকা বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারেও৷ উত্তরবঙ্গের আর কোনও জেলায় বৃষ্টির পূর্বাভাস নেই। মোটের উপর আবহাওয়া শুষ্কই থাকবে৷ ১২ জানুয়ারি পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস নেই৷

West Bengal: Stay updated on Bengal’s winter weather: chilly winds and foggy mornings across Kolkata and districts. Alipore weather office predicts further temperature drops and rain in four districts. Next 3 days might see a dip of 2-4 degrees.