কলকাতা: বাংলা জুড়ে পৌষের আমেজ৷ কনকনে হাওয়ায় কাঁপছে শহর থেকে জেলা৷ মঙ্গলবার ভোরেও ছিল কুয়াশার দাপট৷ কলকাতা-সহ বিভিন্ন জেলায় কম-বেশি কুয়াশা দেখা যায়৷ আরও পারদ পতনের সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস৷ পাশাপাশি, চার জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস৷ (winter weather in bengal)
ফের পারদ পতন winter weather in bengal
আগামী ২৪ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না বলেই জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। পরবর্তী ৩ দিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রার বিশেষ বদল হবে না। তারপরে ৩ দিনে ২-৪ ডিগ্রি নামতে পারে পারদ৷
দক্ষিণে বৃষ্টি নেই winter weather in bengal
মঙ্গলবার দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই৷ আজ শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে৷ যা স্বাভাবিকের থেকে প্রায় ১ ডিগ্রি সেলসিয়াস কম। অন্যদিকে, আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি৷ যা স্বাভাবিক। মঙ্গলবার কলকাতার আকাশ মূলত পরিষ্কার থাকবে৷
উত্তরে বৃষ্টির পূর্বাভাস winter weather in bengal
মঙ্গববার থেকে বৃষ্টি শুরু হবে উত্তরবঙ্গে৷ হাওয়া অফিস জানাচ্ছে, দার্জিলিঙের কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ তুষারপাতও হতে পারে। হালকা বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারেও৷ উত্তরবঙ্গের আর কোনও জেলায় বৃষ্টির পূর্বাভাস নেই। মোটের উপর আবহাওয়া শুষ্কই থাকবে৷ ১২ জানুয়ারি পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস নেই৷
West Bengal: Stay updated on Bengal’s winter weather: chilly winds and foggy mornings across Kolkata and districts. Alipore weather office predicts further temperature drops and rain in four districts. Next 3 days might see a dip of 2-4 degrees.