নিউ ইয়ারে কি ফিরবে ‘হ্যাপি’ শীত? বড় আপডেট হাওয়া অফিসের

কলকাতা: রাত পোহালেই নিউ ইয়ার৷ গোটা ডিসেম্বর জুড়ে কার্যত শীতের দেখা মেলেনি৷ বরং মাসজুড়ে ছিল বসন্তের অনুভূতি৷ যা মন ভেঙে শীত প্রেমীদের৷ এখন সকলের মনে…

winter weather in bengal

কলকাতা: রাত পোহালেই নিউ ইয়ার৷ গোটা ডিসেম্বর জুড়ে কার্যত শীতের দেখা মেলেনি৷ বরং মাসজুড়ে ছিল বসন্তের অনুভূতি৷ যা মন ভেঙে শীত প্রেমীদের৷ এখন সকলের মনে একটাই প্রশ্ন, নববর্ষে ফর্মে ফিরবে কি শীত? আলিপুর হাওয়া অফিস বলছে, নতুন বছরের শুরুতেই নামতে পারে রাতের পারদ। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে মিলবে কনকনে ঠান্ডার আমেজ। সঙ্গে থাকবে কুয়াশা৷ ভোরের দিকে একাধিক জেলায় ঘন কুয়াশার দেখা মিলতে পারে৷ (Winter-s Return for New Year)

ফিরছে শীত Winter-s Return for New Year

পশ্চিমী ঝঞ্ঝার বাধা কাটিয়ে মঙ্গলবার থেকেই ফিরছে শীত। তবে এখনই জাঁকিয়ে শীত নয়, হালকা হালকা শীত মালুম হবে, তেমনটাই পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের। মঙ্গলবার কলকাতায় তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে৷ যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি৷ এটাও স্বাভাবিকের থেকে প্রায় ১ ডিগ্রি বেশি। বর্ষ শেষের দিনে দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্কই থাকবে৷ ৫ জানুয়ারি পর্যন্ত  বৃষ্টির কোনও পূর্বাভাস নেই৷ তবে আগামী ২৪ ঘণ্টায় গাঙ্গেও পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস নামতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস৷ উত্তরবঙ্গের জেলাগুলিতেও হবে পারদ পতন৷ ২-৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে বলে জানানো হয়েছে৷ 

   

নিউ ইয়ারের আবাহাওয়া থাকবে কেমন? Winter-s Return for New Year

সর্বশেষ আপডেট অনুযায়ী, ১ জানুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পারে ১৪ ডিগ্রি কাছাকাছি। ২ জানুয়ারি ফের কিছুটা বেড়ে মহানগরের সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছবে ১৫ ডিগ্রির ঘরে। ৩ ও ৪ তারিখ শহরের সর্বনিম্ন তাপমাত্রা আরও বেড়ে ১৬ ডিগ্রির কাছে পৌঁছাবে৷ 

পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে জাঁকিয়ে শীত Winter-s Return for New Year

আগামী কয়েকদিন পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বেশ জমিয়ে ব্যাটিং করবে শীত৷ ১০ ডিগ্রিতে নামতে পারে পারদ। পারদ পতন হলেও, এ যাত্রাতেও থিতু হতে পারবে না শীত৷ তেমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের৷ 

West Bengal: As the New Year dawns, Kolkata anticipates a drop in nighttime temperatures and dense fog, especially in southern Bengal. Alipore Weather Office predicts a light chill and dry weather for New Year’s Eve, with temperatures dipping 2-3°C in some areas.