নিউ ইয়ারে কামব্যাক শীতের! ৩ ডিগ্রি নামল পারদ, জাঁকিয়ে শীত কতদিন?

কলকাতা: নিউ ইয়ারে নতুন তরে এন্ট্রি নিল শীত৷ বছরের প্রথম দিনেই জাঁকিয়ে ঠাণ্ডা পড়ল কলকাতায়৷ বুধবার সকাল থেকেই বেশ কনকনে ভাব৷ পশ্চিমের জেলাগুলি কাঁপছে৷ একধাক্কায়…

temperature likely to fall

short-samachar

কলকাতা: নিউ ইয়ারে নতুন তরে এন্ট্রি নিল শীত৷ বছরের প্রথম দিনেই জাঁকিয়ে ঠাণ্ডা পড়ল কলকাতায়৷ বুধবার সকাল থেকেই বেশ কনকনে ভাব৷ পশ্চিমের জেলাগুলি কাঁপছে৷ একধাক্কায় অনেকটাই নেমেছে রাতের পারদ। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা, নিম্নচাপের ধাক্কায় ডিসেম্বর জুড়ে নিরাশ হতে হয়েছে শীতপ্রেমী মানুষদের। তবে, নতুন বছর পরতেই ফের চেনা মেজাজে শীত। আগামী ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা আরও কমবে বলেই পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের। সঙ্গে বাড়বে কুয়াশার দাপট৷ ভোরের দিকে কোনও কোনও জেলার আকাশ কুয়াশায় ঢাকা থাকবে বলেও জানাচ্ছে আবহাওয়া দফতর৷ (winter chill grips kolkata new year)

   

৩ ডিগ্রি নামল পারদ winter chill grips kolkata new year

মঙ্গলবার রাতে একলাফে ৩ ডিগ্রি কমেছে তাপমাত্রা৷ পারদ নেমেছিল ১৪ ডিগ্রিতে৷ বুধবার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে৷ আগামী ৭২ ঘণ্টা জমিয়ে শীত উপভোগ করতে শহরবাসী৷ পশ্চিমাঞ্চলেও  ভেলকি দেখাবে শীত। ৭ থেকে ৮ ডিগ্রিতে নামবে রাতের পারদ। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের জেলাগুলিতেও ২-৩ ডিগ্রি তাপমাত্রা কমবে বলে পূর্বাভাস৷

ফিরল কুয়াশা winter chill grips kolkata new year

এদিকে, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগনা, আলিপুরদুয়ার এবং কালিম্পং-এ সকাল বেলা মাঝারি কুয়াশা দেখা যাবে বলে জানিয়েছে হাওয়া অফিস। ২ জানুয়ারি, বৃহস্পতিবার সকালেও হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুরা, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, দুই দিনাজপুর, দার্জিলিং, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়৷ আগামী ৬ জানুয়ারি পর্যন্ত দুই বঙ্গেই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে৷ বছরের প্রথম দিন শীত ফিরলেও, তা দীর্ঘস্থায়ী হবে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ বড়জোড় শনিবার পর্যন্ত চলবে শীতের ইনিংস৷ 

 

West Bengal: The new year brings chilly weather to Kolkata as temperatures drop significantly on January 1, 2025. Discover the weather forecast and prepare for a cold wave in the city and surrounding regions.