Hilsa : ইলশে গুঁড়ি বৃষ্টি হলেও দিঘায় ইলিশের আনাগোনা কেন কমছে?

আগের সপ্তাহে রাজ্যের নানা উপকূলবর্তী এলাকায় উঠেছিল ঝাঁকে ঝাঁকে ইলিশ (Hilsa)। কলকাতার বাজারেও এসেছিল টন টন ইলিশ। ৫০০ টাকা থেকে ১৫০০ এমনকি ১৮০০ টাকা কেজি…

Hilsa : ইলশে গুঁড়ি বৃষ্টি হলেও দিঘায় ইলিশের আনাগোনা কেন কমছে?

আগের সপ্তাহে রাজ্যের নানা উপকূলবর্তী এলাকায় উঠেছিল ঝাঁকে ঝাঁকে ইলিশ (Hilsa)। কলকাতার বাজারেও এসেছিল টন টন ইলিশ। ৫০০ টাকা থেকে ১৫০০ এমনকি ১৮০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।

এবার ইলিশের ভাটা দিঘা মোহনায়। ইলিশ উঠলেও তা বাজারের ঘাটতি মেটাতে সহায়ক নয় বলছেন মৎস ব্যবসায়ীরা। চিন্তা বেড়েছে পূর্ব ভারতের সব থেকে বড় মৎস্য আরোহণ কেন্দ্র দিঘা মোহনায়। ২০১৬ সালে বর্ষায় একদিনে ১২০ টন পর্যন্ত ইলিশ উঠেছিল দিঘাক মোহনায়। তারপর থেকে সেই ভাগ্য হয়নি মৎসজীবীদের।

সূত্রের খবর,যে ইলিশ উঠছে তার সাইজ ৩০০ থেকে ৫০০ গ্রাম। বিকোচ্ছে ৬০০ থেকে ৮০০ টাকা কিলোদরে। অন্যদিকে ১ কেজির উপরে ইলিশ খুবই কম। যা বিকোচ্ছে ১ কেজি থেকে দেড় হাজার কিলো দরে।

Advertisements

ইলিশের আমদানি কমে যাওয়ার পিছনে পরিকাঠামোকে দুষছেন দিঘা মোহনার মৎস্যজীবী সংগঠনের কর্তারা। তারা এও বলেছেন সমুদ্রে বাড়ছে দূষণের পরিমাণ, ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে মাছেরা। খোকা ইলিশের শিকার, ছোট ফাঁস জালের ব্যবহারের পাশাপাশি ডিজেলের মূল্যবৃদ্ধি, মৎসজীবীদের মাছ ধরার অনীহা সবকিছুর প্রভাব গিয়ে পড়েছে রুপালি শস্যের ওপর।