‘সিবিআই গুহা’ নিজাম প্যালেসে ঢুকবে অনুব্রত, অজয় তীরে TMC সংগঠনে ভাঙন আশঙ্কা

থিকথিকে ভিড় পশ্চিম বর্ধমানের আসানসোল আদালতে। সেখানে বিচারকের সামনে ভেঙে পড়েন তৃ়ণমূল কংগ্রেসের (TMC) বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। গোরু পাচার মামলার তদন্তে তাকে আদালত আগামী ২০ আগস্ট পর্যন্ত সিবিএসই হেফাজতে রাখার নির্দেশ দিল। আসানসোল থেকে কলকাতায় এনে নিজাম প্যালসে চলবে জেরা।

Advertisements

   

আসানসোল থেকে সড়কপথে কলকাতা আনার পথে বারবার গোরু চোর, গোরু চোর শুনতে হচ্ছে অনুব্রত মণ্ডলকে। এদিকে তৃণমূল জুড়ে ভয়, জেরায় কী বলতে চলেছেন অনুব্রত।

সূত্রের খবর, অনুব্রত মণ্ডলের জেল হচ্ছে ধরে নিয়েই তৃণমূল কংগ্রেস বীরভূমে দলের পরবর্তী জেলা সভাপতি হিসেবে বাছাই পর্ব শুরু করেছে। এক্ষেত্রে এগিয়ে আছেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। তবে নাম চূড়ান্ত করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, অনুব্রত সিবিআই গুহায় (নিজাম প্যালেসকে এই নামে ডাকেন তৃণমূলের একাংশ) ঢোকার পর তৃণমূল কংগ্রেস পরবর্তী কর্মসূচি সামনে আনবে। পুরো বীরভূম ও লাগোয়া পূর্ব বর্ধমানের অজয় নদ তীরবর্তী গুসকরা, আউসগ্রাম, মঙ্গলকোটের বিস্তির্ণ এলাকায় অনুব্রত মণ্ডলের হাতেই দলীয় সংগঠনের ভার ছিল। সেই দায়িত্ব দুই জেলার তিন নেতার হাতে যেতে পারে।

Advertisements

গোরু পাচারকান্ডে বীরভূমের তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে সিবিআই গ্রেফতারের পর তাকে নিয়েই বিশেষ বার্তা দিল তৃণমূল কংগ্রেস। কলকাতায় সাংবাদিক বৈঠকে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়ে দিলেন, অনুব্রতর পাশে নেই দল৷ একইসঙ্গে সিবিআইয়ের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছে তৃণমূল। জেলায় জেলায় ইডি ও সিবিআই দফতরে মিছিল করার কথা ঘোষণা করেছে তৃণমূল।

তৃণমূলের তরফে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়ে দেন, কোনও অনৈতিক ও দুর্নীতিকে দলে প্রশ্রয় দেওয়া হয় না। তিনি বলেন,দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই বলেছেন, দুর্নীতিকে কোনও ভাবেই মেনে নেবে না দল। একই কথা বলেছেন আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই হিসাবেই মানুষের পক্ষে ক্ষতিকর এমন কোনও কাজ করলে, মানুষকে ঠকালে দল কোনও ভাবেই কাউকে সমর্থন করবে না।