Ankita Adhikari: কলেজ শিক্ষক তালিকায় ‘রহস্যময়ী’ অঙ্কিতা অধিকারী, সোশ্যাল মিডিয়া সরগরম

Who is mysterious ankita adhikari in collage service commissions interview list

দুর্নীতি করে স্কুলের চাকরি গেলেও, এবার কি কলেজ শিক্ষিক হতে চলেছেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে (Ankita Adhikari) অঙ্কিতা? সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল তেমনই একটি তালিকা। তাতে অঙ্কিতা অধিকারীর নাম জ্বলজ্বল করছে।

Advertisements

যদিও এই তালিকা নিয়ে বিতর্ক উঠছে। কারোর দাবি তালিকা ভুয়ো। কেউ বলছেন তালিকা সঠিক। তবে kolkata 24×7 তালিকার সত্যতা যাচাই করেনি। সামাজিক মাধ্যমে ভাইরাল তালিকা নিয়েই এই খবর। অঙ্কিতা অধিকারী বলে একজন, কলেজ শিক্ষক নিয়োগের ইন্টারভিউতে ডাক পেয়েছিলেন রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা হিসাবেই।

   

তালিকায় দেখা যাচ্ছে রোল নাম্বার ২০১০৩৩১০, অঙ্কিতা অধিকারী বলে একজন ইন্টারভিউ-তে ডাক পেয়েছিলেন। তবে এই অঙ্কিতা অধিকারী যে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে, সেটা নিয়ে এখনও মুখ খোলেননি কেউই। গত ২৬ এপ্রিল তারিখ, তাঁকে ডাকা হয়েছিল ইন্টারভিউতে। কদিন পরে হয়ত এই অঙ্কিতা কলেজ শিক্ষক হিসাবে চাকরিও পেয়ে যাবে।

যিনি চাকরি পাবেন সেই অঙ্কিতা কি আসলেই শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর কন্যা। চাকরিতে যোগদানের পর স্পষ্ট হবে সেই বিষয়টি। যদি সত্যি এই রোল নাম্বার ২০১০৩৩১০ থাকা অঙ্কিতা অধিকারী, পরেশ অধিকারীর মেয়ে হন, তাহলে রাজ্য সরকার আবার বিতর্কের মধ্যে পড়তে চলেছে।

Advertisements

কম নম্বর পেয়েও সবাইকে সরিয়ে, শিক্ষক নিয়োগ তালিকায় একেবারে উপরে উঠে এসে বাড়ির কাছে স্কুলে চাকরি পান, রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী। কলকাতা হাইকোর্টের নির্দেশে তার চাকরি গেছে, বেতন ফেরত দেবার নির্দেশ দিয়েছে আদালত।

এবার কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষায় পাশ করে গেলেন ‘একজন’ অঙ্কিতা অধিকারী। যেহেতু পলিটিক্যাল সায়েন্সের (রাষ্ট্রবিজ্ঞান) শিক্ষক পদে ইন্টারভিউ-তে ডাকা হয়েছে, আর নাম অঙ্কিতা অধিকারী; তাই অনেকেই মনে করছেন এই অঙ্কিতা শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে।