আমি তলোয়ার হাতে নিলে ওনাদের প্যান্ট ঢিলে হয়ে যায়, শাসক দলকে দিলীপের নিশানা। বিজেপি (BJP) সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) মন্তব্যে ফের শোরগোল।
গুরু নানকের জন্মদিবস উপলক্ষে অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি নিয়ে সরাসরি তোপ দাগলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।
তৃণমূল সুপ্রিমোকে কটাক্ষ করে দিলীপ ঘোষের বার্তা, মমতা বন্দ্যোপাধ্যায় এখন কি করবেন? সরকার চালাবেন, দল চালাবেন! দল বাঁচাতে দিনরাত ঘুরে বেড়াচ্ছেন কারণ দলে কোনও নেতা নেই, ভাবমূর্তি নেই। কারও বিশ্বাসযোগ্যতা নেই। ওনাকে লড়তে হচ্ছে। এখন উনি তলোয়ারও হাতে নিয়েছেন। আমি তলোয়ার হাতে নিলে ওনার নেতাদের প্যান্ট ঢিলে হয়ে যায় কিন্তু উনি তলোয়ার নিল কি জানি কিছু হয় না।
মঙ্গলবার তিন দিনের নদীয়া সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত নির্বাচনের আগে মমতার এই কর্মসূচি নিয়ে হয়েছে রাজনৈতিক মন্তব্যের ঝড়।
আগামী ৮ নভেম্বর কৃষ্ণনগরে যাবেন তৃণমূল সুপ্রিমো। এরপর ৯ তারিখ কৃষ্ণনগরের কলেজ মাঠে জনসভা করবেন তিনি। এরপর ১০ই নভেম্বর রানাঘাট হবিবপুর ছাতিমতলা মাঠে সভা করবেন মুখ্যমন্ত্রী।আগামী ৮ তারিখ থেকে শুরু হচ্ছে নবদ্বীপ ও শান্তিপুরের রাস উৎসব। ১০ তারিখে শান্তিপুরে রয়েছে ভাঙা রাস। তার মধ্যেই মুখ্যমন্ত্রীর এই সফর নদিয়াতে। যাকে কেন্দ্র করে প্রস্তুতি তুঙ্গে।
খড়গপুর থেকেই দিলীপ ঘোষের বার্তা, এখানকার মানুষ চিরদিন পুলিশের হাতে অত্যাচারিত হয়েছে। তৃণমূলের কঝমতায় আসার পর পুলিশের সঙ্গে হাত মিলিয়ে মাফিয়াগিরি চলছে বলেও কটাক্ষ করেন মেদিনীপুরের বিজেপি সাংসদ। সমস্ত বেআইনি কাজ প্রকাশ্যে হয় বলে জানিয়েছেন তিনি।