মঙ্গলবার সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ঘরে বৈঠক নিয়ে কী জানালেন শুভেন্দু?

মঙ্গলবার দিল্লিতে অমিত শাহের সঙ্গে সুকান্ত-শুভেন্দুর বৈঠক, সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ঘরে বৈঠক, জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মুরলীধর সেন লেনের পর এবার…

Amit Shah-Suvendu Adhikari

মঙ্গলবার দিল্লিতে অমিত শাহের সঙ্গে সুকান্ত-শুভেন্দুর বৈঠক, সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ঘরে বৈঠক, জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মুরলীধর সেন লেনের পর এবার দিল্লিতে শাহি সাক্ষাতে সুকান্ত-শুভেন্দু ।

প্রসঙ্গত, ২দিনের কলকাতা সফরে এসেছিলেন অমিত শাহ। পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠকের শেষে এদিন একান্তে নবান্নে অমিত শাহর সঙ্গে একান্ত বৈঠক হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের। নবান্নের ১৪ তলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। মধ্যাহ্নভোজের পরেই ১৪ তলায় মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে পৌঁছে যান অমিত শাহ। বৈঠকে যোগ দিতে মূল গেটে না গিয়ে নবান্নর ভিভিআইপি গেটে ঢোকে শাহর কনভয়।অমিত শাহকে স্বাগত জানান মমতা, একসঙ্গে হাঁটতে হাঁটতে পৌঁছন নবান্ন সভাঘরে। তারপর ২০ মিনিট কথা হয় দুজনের। 

   

শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক নয়, কলকাতা সফরের প্রথম দিন বিজেপির সদর কার্যালয়ে বিজেপি নেতা-নেত্রীদের সাথে বৈঠক করেন অমিত শাহ। তবে এই বৈঠকের তিন দিনের মাথায় আবার কেন বৈঠক ? এই নিয়ে চলছে জল্পনা। পঞ্চায়েত নির্বাচনের আগে দলকে শৃঙ্খলাবদ্ধ করতে চাইছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বারংবার দলের মধ্যে অন্তর্দ্বন্দ প্রকাশ্যে এসেছে। শুভেন্দু বনাম দিলীপ বিতর্ক শেষ করতেই কি এই ঘনঘন বৈঠক?তা সময়ই বলবে।