Ballygunge: গেরুয়া থেকে সবুজ, নিন্দা ঝেড়ে মাথা উঁচিয়ে লড়ার বার্তা বাবুলের

তৃণমূলের হয়ে বালিগঞ্জ থেকে লড়তে চলেছেন বাবুল সুপ্রিয়। আজ মনোনয়ন জমা দিলেন তিনি। উপনির্বাচন হলেও এই ভোট ঘিরে জল্পনা তুঙ্গে। কারণ একটাই- বাবুল সুপ্রিয়। এক…

তৃণমূলের হয়ে বালিগঞ্জ থেকে লড়তে চলেছেন বাবুল সুপ্রিয়। আজ মনোনয়ন জমা দিলেন তিনি। উপনির্বাচন হলেও এই ভোট ঘিরে জল্পনা তুঙ্গে। কারণ একটাই- বাবুল সুপ্রিয়। এক বছরের মধ্যে দল বদলে ফের নির্বাচন লড়তে ভোটের ময়নামে নেমে পড়েছেন তিনি।

গত বছর বিজেপির প্রার্থী হিসাবে টালিগঞ্জ থেকে ২২ মার্চ মনোনয়ন জমা দিয়েছিলে বাবুল সুপ্রিয়। মাঝে একটা বছর। তার মধ্যে বদলে গেল দল। গেরুয়া ছেড়ে সবুজের দলে নাম লেখালেন তিনি। ২১ মার্চ তৃণমূলের প্রার্থী হিসাবে বালিগঞ্জ থেকে মনোনয়ন জমা দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। আলিপুর সার্ভে বিল্ডিংয়ে সোমবার সকালে মনোনয়ন জমা দিলেন বাবুল সুপ্রিয়। সকাল থেকেই তৃণমূল কর্মীদের উৎসাহের সাক্ষী ছিল হাজরা মোড়, গোপালনগর মোড় বা চেতলা হাট। বাবুলের ছবি নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেছেন তৃণমূল সমর্থকরা।

আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন দিতে যাওয়ার সময় বাবুল সুপ্রিয়র সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেস বিধায়ক দেবাশিষ কুমার এবং দু’‌জন কাউন্সিলর বৈশ্বানর চট্টোপাধ্যায় এবং সুদর্শনা ঘোষ। সোমবার মনোনয়নপত্র জমা দিয়ে বাবুল সুপ্রিয় বলেন, আসানসোল থেকে তাঁকে সরিয়ে দিয়ে প্রমাণ করা চেষ্টা হয়েছিল যে তাঁর পারফরমেন্স খারাপ। তিনি মাথা উঁচু করে থাকার লোক। তাই মেনে নেননি। সরে এসেছেন। এখন পুরনো কথাতে পাত্তা না দিয়ে সামনের দিকে তাকাতে চান তিনি। কারণ নিন্দা তাঁর মানসিকতায় কোনও পরিবর্তন আনবে না।