উত্তরপশ্চিম এবং মধ্যপশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তের প্রভাবে সাগরে একটি নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে। আগামী দুদিনে এই নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। অন্ধ্র উপকূল থেকে এটি ওড়িশার দিকে এগোবে। ওড়িশা দিয়ে ভূভাগে প্রবেশ করতে পারে বলে জানা যাচ্ছে।
তবে এর প্রভাব সেভাবে পড়বে না দক্ষিণবঙ্গে। তাই আপাতত রাজ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ক্ষীণ। এদিকে মৌসম ভবনের পূর্বাভাস, আগামী ৯৬ ঘণ্টা পর্যন্ত এই নিম্নচাপটির শক্তি বৃদ্ধির সম্ভাবনা নেই। তবে ৯৬ থেকে ১২০ ঘণ্টার মধ্যে এই নিম্নচাপটির শক্তিবৃদ্ধির একটা ক্ষীণ সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিস সূত্রে খবর, কোটা, গুনা, দমোহ, রায়পুর, নিম্নচাপ অঞ্চলের মধ্যে দিয়ে ওড়িশা, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর হয়ে পূর্বমধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখাটি। নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার এই জোড়া ফলায় ওড়িশা, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানায় বৃষ্টি বাড়তে পারে।
অন্ধ্র এবং ওড়িশার উপকূলে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সতর্কতা জারি করেছে মৌসম ভবন। বাংলার উপকূলে বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে আগামী কয়েকদিন। তবে অস্বস্তি বজায় থাকবে।