তৃণমূল-ঝড়ে উড়ে গেলেন বাংলার দুই কেন্দ্রীয় মন্ত্রী

West Bengal,Union Ministers, Nishit Pramanik,Subhash Sarkar

নিশীথ প্রামানিক। সুভাষ সরকার। লোকসভা নির্বাচনে (Lok Sabha elections) সবুজ ঝড়ে উড়ে গেলেন বাংলার এই দুই কেন্দ্রীয় মন্ত্রী।
কোচবিহার কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা সিতাইয়ের বিধায়ক জগদীশচন্দ্রবর্মা বসুনিয়ার কাছে হেরেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক। আর কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারকে হারিয়েছেন বাঁকুড়ার তৃণমূল প্রার্থী তথা তালড্যাংরার বিধায়ক অরূপ চক্রবর্তী।

Advertisements

তবে মোদীর এই দুই মন্ত্রী হারলেও মান রেখেছেন বাংলার আরেক কেন্দ্রীয় মন্ত্রী। বনগাঁর বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর হারিয়েছেন প্রাক্তন বিজেপি বিধায়ক তথা তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসকে। আলিদুয়ারের বিদায়ী সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী জন বারলাকে এবার টিকিট দেয়নি দল।
ওই আসনে মাদারিহাটের বিজেপি বিধায়ক মনোজ টিগগাকে প্রার্থী করে গেরুয়া শিবির। তা নিয়ে প্রথম দিকে চরম ক্ষোভ প্রকাশ করেন বারলা। যদিও বিজেপির শীর্ষ নেতৃত্বের হস্তক্ষেপে মান ভাঙে তাঁর। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী প্রকাশ চিকবরাইককে সহজেই হারিয়েছেন মনোজ।

   

জাতীয় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, কোচবিহার কেন্দ্রের তৃণমূল প্রার্থী জগদীশ ৭,৮৮,৩৮৫টি ভোট পেয়েছেন। আর বিজেপির নিশীথ পেয়েছেন ৭,৪৯,১২৫টি ভোট। ৩৯ হাজার ২৫০ নিশীথকে উড়িয়ে দিয়েছেন জোড়াফুলের প্রার্থী। এই কেন্দ্রে তৃতীয় স্থানে রয়েছে ফরওয়ার্ড ব্লক প্রার্থী নীতিশচন্দ্র রায়। প্রাপ্ত ভোট ৩০,২৬৭।

Advertisements

অন্যদিকে, বাঁকুড়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী ৬,৪১,৮১৩টি ভোট পেয়েছেন। বিজেপির প্রার্থী সুভাষ সরকার পেয়েছেন ৬,০৯,০৩৫টি ভোট। অরূপ জিতেছেন ৩২ হাজার ৭৭৮ ভোটে। এই কেন্দ্রে তৃতীয় স্থানে রয়েছেন সিপিএম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত। প্রাপ্ত ভোট ১,০৫,৩৫৯।