মাঘে শীতের জমাটি ইনিংস শুরুর আগেই ধাক্কা! ঝঞ্ঝার ঝাপটায় কুপোকাত শীত

কলকাতা: মাঘের শুরুতে শীতের দ্বিতীয় স্পেলের অপেক্ষায় রয়েছে দক্ষিণবঙ্গবাসী৷ হাওয়া অফিস জানিয়েছিল, শনিবার ১৮ জানুয়ারি থেকে ফের খুলে যাবে উত্তুরে হাওয়ার পথ৷ কিন্তু, না৷ ফের…

Kolkata weather update

কলকাতা: মাঘের শুরুতে শীতের দ্বিতীয় স্পেলের অপেক্ষায় রয়েছে দক্ষিণবঙ্গবাসী৷ হাওয়া অফিস জানিয়েছিল, শনিবার ১৮ জানুয়ারি থেকে ফের খুলে যাবে উত্তুরে হাওয়ার পথ৷ কিন্তু, না৷ ফের শীতকে থামাতে হাজির পশ্চিমী ঝঞ্ঝা৷ আজ থেকে তাপমাত্রা কিছুটা কমলেও, ব্যাপক পারদ পতনের সম্ভাবনা নেই৷ অর্থাৎ জাঁকিয়ে শীতের আমেজ উপভোগ করতে পারবে না দক্ষিণবঙ্গের মানুষ৷ আগামী সপ্তাহ পর্যন্ত তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না। 

ফের হাজির পশ্চিমী ঝঞ্ঝা

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণবঙ্গে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার দাপটে বাধাপ্রাপ্ত উত্তুরে হাওয়া৷ ফলে হাড় কাঁপানো শীতের সম্ভাবনা আপাতত নেই৷ তবে শীতের আমেজ অক্ষুন্ন থাকবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস৷ আগামী পাঁচদিন রাতের তাপমাত্রায় কোনও পরিবর্তন আসবে না৷ 

   

থাকবে কুয়াশার দাপট 

হালকা কুয়াশার দাপট দেখা যাবে জেলায় জেলায়৷ পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। তবে, আবহাওয়া শুষ্কই থাকবে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই৷ কুয়াশা থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও৷ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় সকাল থেকেই ঘন কুয়াশা দেখা যাবে। অন্যান্য জেলাতেও কুয়াশা থাকবে৷ দৃশ্যমানতা কমে যাবে৷ 

সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কত

এদিকে, পশ্চিমী ঝঞ্ঝার কারণে আজ, শনিবার কলকাতার তাপমাত্রা থাকবে উর্ধ্বমুখী থাকবে৷ এদিন কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসর আশেপাশে৷ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি৷ এর নীচে পারদ নামার সম্ভাবনা আপাতত নেই বলেই হাওয়া অফিসের পূর্বাভাস৷ 

শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১.৪ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৫৪ থেকে ৯৪ শতাংশ পর্যন্ত।