কলকাতা: শরতের দ্বারপ্রান্তে দাঁড়িয়েও বাংলার আকাশে যেন রয়ে গিয়েছে বর্ষার ছায়া। কখনও মেঘহীন নির্মল আকাশ, তো পরক্ষণেই কালো মেঘের আস্তরণে ঝমঝমিয়ে বৃষ্টি— গত কয়েক দিনে এভাবেই রূপ বদলাচ্ছে আবহাওয়া।
দক্ষিণবঙ্গে সপ্তাহান্তে বৃষ্টির ভ্রুকুটি
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সক্রিয় নিম্নচাপ ধীরে ধীরে সরে গিয়েছে ছত্তিশগঢ়ের দিকে। ফলে রাজ্যে এর প্রভাব অনেকটাই কমলেও, বঙ্গোপসাগর থেকে আসা পূবালী হাওয়ায় ভরপুর জলীয় বাষ্প ঢুকতে থাকায় দক্ষিণবঙ্গ এখনও ভিজছে। অর্থাৎ, বর্ষা বিদায় নেবার কোনও তাড়াহুড়ো করছে না।
শুক্রবার কলকাতা-সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টি হতে পারে। উপকূলীয় অঞ্চলে ঝড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। শনি ও রবিবার কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। এই আবহাওয়া ভেস্তে দিতে পারে পুজোর শপিং-এর প্ল্যান৷
দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রবণতা হ্রাস পাবে। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি আরও কয়েক দিন ভোগাবে শহর ও মফস্বলবাসীকে।
উত্তরবঙ্গে ভারী বর্ষণের ইঙ্গিত West Bengal weather forecast
অন্যদিকে উত্তরবঙ্গে আগামী শনিবার পর্যন্ত চলবে প্রবল বর্ষণ। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার- সব ক’টি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বৃষ্টির মাত্রা তুলনামূলকভাবে বেশি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
পর্বতাঞ্চলে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রঝড়ের সম্ভাবনা প্রবল। রবিবার থেকে বৃষ্টির দাপট কিছুটা কমলেও, উত্তরবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি চলতে থাকবে বলে পূর্বাভাস।
West Bengal: Get the latest West Bengal weather forecast. As the monsoon lingers, learn about the chances of rain in Kolkata & North Bengal, and how it might affect your Durga Puja plans this season.