যুদ্ধের ছায়ায় বাংলা? সাত দিনে প্রস্তুত হতে নির্দেশ কেন্দ্রের, রাজ্যজুড়ে মহড়া শুরু

কলকাতা: পূর্ব ভারতের সীমান্তঘেরা রাজ্য হিসেবে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতিতে সবথেকে বেশি বিপদের মুখে থাকতে পারে পশ্চিমবঙ্গ। এই প্রেক্ষিতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে রাজ্য সরকারকে সতর্ক…

West Bengal war alert

কলকাতা: পূর্ব ভারতের সীমান্তঘেরা রাজ্য হিসেবে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতিতে সবথেকে বেশি বিপদের মুখে থাকতে পারে পশ্চিমবঙ্গ। এই প্রেক্ষিতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে রাজ্য সরকারকে সতর্ক করা হয়েছে এবং নির্দেশ দেওয়া হয়েছে, আগামী সাত দিনের মধ্যে প্রস্তুতি নিতে হবে যুদ্ধ বা বৃহৎ বিপর্যয়ের জন্য। সেই প্রস্তুতিরই অঙ্গ হিসেবে বুধবার (৭ মে) রাজ্যজুড়ে আয়োজিত হচ্ছে সর্বস্তরের নাগরিকদের নিয়ে মহড়া (মক ড্রিল)।

মঙ্গলবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের উচ্চ পর্যায়ের বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন, এনডিআরএফ-এর ডিজি সহ একাধিক আধিকারিক। রাজ্যের তরফে উপস্থিত ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, বিপর্যয় মোকাবিলা দফতরের সচিব রাজেশ সিনহা ও সিভিল ডিফেন্সের ডিজি জগমোহন।

   

সূত্রের খবর, বৈঠকে কেন্দ্রীয় প্রতিনিধিরা স্পষ্ট জানিয়েছেন—সীমান্ত সংলগ্ন রাজ্য হিসেবে বাংলাকে সর্বদা প্রস্তুত থাকতে হবে। যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে সুশৃঙ্খল উদ্ধার কাজ ও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনাই হবে রাজ্য প্রশাসনের প্রধান দায়িত্ব।

সাইরেন ব্যবস্থার হালফিল চিত্র

রাজ্যের এক কর্তা জানিয়েছেন, বর্তমানে শুধুমাত্র কলকাতা শহরেই রয়েছে ৯৫টি সাইরেন। তবে দীর্ঘদিন অব্যবহৃত থাকায় এর একটি বড় অংশ এখন অকেজো হয়ে পড়েছে। ইতিমধ্যেই সেগুলিকে দ্রুত মেরামতির নির্দেশ দেওয়া হয়েছে। অন্যান্য জেলায় গড়ে ২০–২৫টি সাইরেন রয়েছে, যার মধ্যে প্রতিটি জেলার সদর দপ্তরে কমপক্ষে একটি সাইরেন সচল রয়েছে।

স্যাটেলাইট ফোন এবং যোগাযোগ ব্যবস্থা West Bengal war alert

যুদ্ধকালীন যোগাযোগ রক্ষা করতে রাজ্যে এখন রয়েছে মোট ৬২টি স্যাটেলাইট ফোন। কেন্দ্রীয় নির্দেশিকা অনুযায়ী, যুদ্ধ পরিস্থিতিতে মূল যোগাযোগ মাধ্যম হবে ভারতীয় বায়ুসেনা। সেখান থেকেই তথ্য যাবে সিভিল ডিফেন্সের কাছে, এবং সেখান থেকে তা ছড়িয়ে দেওয়া হবে জেলাস্তরীয় প্রশাসনে। এই গোটা ব্যবস্থাটি নজরদারিতে থাকবে ২৪ ঘণ্টা চালু কন্ট্রোল রুমের মাধ্যমে।

প্রতিটি জেলায় কন্ট্রোল রুম চালু

মে মাস থেকেই প্রতিটি জেলায় বর্ষার প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার জন্য কন্ট্রোল রুম খোলা থাকে। কেন্দ্র জানিয়েছে, সেই কন্ট্রোল রুমগুলিকেই আপাতত যুদ্ধকালীন উদ্ধার ও বিপর্যয় মোকাবিলার কাজে ব্যবহার করতে হবে। ২৪ ঘণ্টা চালু থাকবে এই কন্ট্রোল রুম, থাকবে অতিরিক্ত কর্মী এবং বিশেষ প্রশিক্ষিত দল।

নবান্ন সূত্রে খবর, রাজ্যের হাতে এখন মাত্র সাত দিন সময় রয়েছে। এই সময়ের মধ্যেই পরিকাঠামো পর্যালোচনা, যন্ত্রপাতি সংযোজন ও সাইরেন ব্যবস্থা সচল করতেই হবে। যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে সাধারণ মানুষকে সময় মতো সতর্ক করা এবং নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য পুরো ব্যবস্থাটিকে যুদ্ধকালীন তৎপরতায় গড়ে তোলার নির্দেশ এসেছে কেন্দ্রীয় মহল থেকে।

West Bengal: West Bengal on war alert, conducts statewide mock drill as per central govt directive. Focus on disaster preparedness, siren repairs, and satellite communication.

 

Advertisements