কলকাতা: গরমে হাঁসফাঁস রাজ্যবাসী। বৃহস্পতিবার সন্ধ্যার বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিললেও সেই স্বস্তি যে খুব দীর্ঘস্থায়ী হচ্ছে না, তা জানিয়ে দিল হাওয়া অফিস। আবারও রাজ্যের আকাশে ঘনাচ্ছে মেঘ। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ অর্থাৎ শুক্রবার থেকে ২০ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি।
এতেই শেষ নয়। ২১ এপ্রিলও দক্ষিণের কিছু জেলায় বজ্র-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে ২৩ এপ্রিল পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও চলবে বৃষ্টি। দমকা হাওয়ার আশঙ্কাও রয়েছে এই সময়ে।
কোথায় কেমন থাকবে আবহাওয়া? west bengal thunderstorms rainfall
হাওয়া অফিসের বুলেটিন বলছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ থেকে ২০ এপ্রিল পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ দমকা হাওয়া নিয়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা প্রবল। কোথাও কোথাও ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে হাওয়া বইতে পারে। আবার কিছু জেলায় এই গতি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমিরও বেশি হতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়াও শান্ত নয়। আগামী ২৩ এপ্রিল পর্যন্ত চলতে পারে বৃষ্টি। দমকা হাওয়াও বইবে অনেক এলাকায়।
ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা west bengal thunderstorms rainfall
গরম থেকে সাময়িক স্বস্তি মিললেও, এটি স্থায়ী নয়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী তিন দিনে তাপমাত্রার তেমন হেরফের না হলেও, পরবর্তী চার দিনে পারদ চড়বে। সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গের ক্ষেত্রেও একই ছবি। এখনকার মতোই থাকবে তাপমাত্রা, তবে কয়েক দিনের মধ্যেই পারদ ঊর্ধ্বমুখী হতে পারে।
কলকাতার আবহাওয়া কেমন? west bengal thunderstorms rainfall
শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। দিনের শুরুটা হালকা মেঘলা থাকলেও, দুপুরের দিকে আকাশ ভারী হতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২২ ডিগ্রির কাছাকাছি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৮৮ শতাংশ এবং ন্যূনতম ৫২ শতাংশ থাকার সম্ভাবনা রয়েছে।
কী বলছে আবহাওয়া দফতর? west bengal thunderstorms rainfall
আবহাওয়া বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে, যার প্রভাবে রাজ্যে এই ঝড়বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। সাধারণ মানুষকে সাবধান থাকতে বলা হয়েছে, বিশেষ করে খোলা জায়গায় থাকাকালীন।
West Bengal: West Bengal weather update: Thunderstorms and rainfall expected across South Bengal from April 18-20, with strong winds up to 60 km/h. North Bengal to experience rain until April 23. Temperatures set to rise by 2-4°C. Kolkata to see cloudy skies and humidity fluctuations.