ভ্যাপসা গরমে ব্রেক! রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এখন চলবে

কলকাতা: বৃষ্টির ছোঁয়ায় ভ্যাপসা গরম থেকে সাময়িক রেহাই মিলেছে রাজ্যবাসীর। তবে এই স্বস্তির সঙ্গেই বয়ে চলেছে ঝড়-বৃষ্টির সম্ভাবনা। শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের…

West Bengal Thunderstorm Forecast

কলকাতা: বৃষ্টির ছোঁয়ায় ভ্যাপসা গরম থেকে সাময়িক রেহাই মিলেছে রাজ্যবাসীর। তবে এই স্বস্তির সঙ্গেই বয়ে চলেছে ঝড়-বৃষ্টির সম্ভাবনা। শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। একইসঙ্গে উত্তরের জেলাগুলিতেও চলবে বৃষ্টি, কোথাও কোথাও ভারী বৃষ্টির আশঙ্কা।

Advertisements

দক্ষিণবঙ্গে কোথায় কেমন বৃষ্টি? West Bengal Thunderstorm Forecast

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২০ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি চলতে পারে। দমকা হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৩০-৪০ কিমির মধ্যে। কোথাও কোথাও সেই গতি পৌঁছাতে পারে ৫০-৬০ কিমি প্রতি ঘণ্টায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি চলবে দমকা হাওয়ার দাপট। ২১ তারিখেও দক্ষিণের কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে।

   

উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা West Bengal Thunderstorm Forecast

শুধু দক্ষিণ নয়, উত্তরবঙ্গেও আগামী কয়েকদিন ধরেই বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং কালিম্পংয়ের কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টির সঙ্গে থাকতে পারে দমকা হাওয়াও।

তাপমাত্রা কেমন থাকবে? West Bengal Thunderstorm Forecast

তিন দিনের মধ্যে রাজ্যের কোথাও তাপমাত্রার বড় কোনও পরিবর্তন হবে না। তবে তারপরে ধীরে ধীরে বাড়তে শুরু করবে পারদ। আগামী চার দিনে দক্ষিণ ও উত্তরবঙ্গ— উভয় অংশেই সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে।

কলকাতার বর্তমান আবহাওয়া West Bengal Thunderstorm Forecast

শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৩ ডিগ্রির আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৬ শতাংশ পর্যন্ত থাকতে পারে, যা অস্বস্তি কিছুটা বাড়িয়ে তুলবে৷ 

 

West Bengal: Thunderstorms with rain likely across South and North Bengal till April 21. Kolkata and nearby districts may face gusty winds up to 60 km/h. Relief from heat, but heavy rain forecast continues across several districts.