কলকাতা: বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবারের মধ্যে মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে৷ যার প্রভাবে রাজ্যের উপকূল ও মূল ভূখণ্ড—দু’জায়গাতেই শুরু হতে পারে ঝড়বৃষ্টি। সমুদ্র উত্তাল হয়ে উঠবে, জারি হয়েছে সতর্কতা।
আগামী ২৮ থেকে ৩০ মে পর্যন্ত ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বঙ্গোপসাগরের ওপর দিয়ে। বিশেষত ২৯ ও ৩০ তারিখে ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় সমুদ্র অতি বিপজ্জনক হয়ে উঠবে। মৎস্যজীবীদের সেই সময় সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।
ঝড়-বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ
রবিবার থেকেই রাজ্যের একাধিক জেলায় শুরু হয়েছে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি। পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৫০ কিমির ঝোড়ো হাওয়া।
সোমবার থেকে সতর্কতা জারি হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়। অন্যান্য জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ মঙ্গলবার ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। পাশাপাশি বৃষ্টি নামতে চলেঠে কলকাতা, হাওড়া ও হুগলি জেলাতেও।
বুধবার থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান ও বীরভূমে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস৷
উত্তরবঙ্গেও বর্ষার আগমনী বার্তা west bengal storm rain forecast
শুধু দক্ষিণবঙ্গই নয়, বর্ষার প্রভাব পড়বে উত্তরবঙ্গেও। বুধবার থেকে কোচবিহার, মালদহ, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার ও সোমবারও উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস মিলেছে।
কেরলে বর্ষা ইতিমধ্যেই আগেভাগেই ঢুকে পড়েছে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গেও বর্ষা প্রবেশের মতো পরিবেশ তৈরি হয়েছে। রাজ্যজুড়ে বর্ষা কবে ঢুকবে, তা অনেকটাই নির্ভর করছে এই নিম্নচাপের গতিপথ ও শক্তির উপর।
তাপমাত্রার হালচাল
এদিকে, কলকাতায় রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস- যা স্বাভাবিকের থেকে সামান্য বেশি। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় প্রায় ৩ ডিগ্রি কম।
West Bengal: Low pressure in the Bay of Bengal threatens West Bengal with storms and rain. Alipore Met Office warns of heavy rainfall, thunderstorms, and rough seas from May 28-30. Fishermen advised to avoid the coast. South and North Bengal brace for widespread monsoon-like conditions.