West Bengal Panchayat Election: দুয়ারে সরকার শেষ হলেই পঞ্চায়েত ভোট

West Bengal State Election Commission Meeting with District Magistrates

পঞ্চায়েত নির্বাচনের (West Bengal Panchayat Election) প্রস্তুতি নিয়ে ১৮ তারিখ জেলাশাসকদের নিয়ে বৈঠক ডেকেছে রাজ্য নির্বাচন কমিশন। সূত্রের খবর, আগামী ২৫ এপ্রিলের মধ্যে চূড়ান্ত তালিকা তৈরি করে ফেলতে হবে এমনই বার্তা দেওয়া হবে।

বুধবার জেলা শাসকদের সঙ্গে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি নিয়ে বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। আগামী ২৬ তারিখ সমস্ত দফতরের সচিবদের নিয়ে বৈঠকে করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৩০ এপ্রিল পর্যন্ত ‘দুয়ারে সরকার’ শিবির থেকে মিলবে সরকারি পরিষেবা। তার পরেই হবে পঞ্চায়েত ভোট বলে মনে করা হচ্ছে।

   

পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণার স্থগিতাদেশ জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী। কিন্তু সেই মামলা খারিজ হয়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন