অপরাজিতা বিল পৌঁছবে মোদী-শাহের কাছে, কেন্দ্রের কোর্টে বল ঠেলতে কৌশল রাজ্যের?

আরজি কর (RG Kar case) কাণ্ডের বিচার চেয়ে দিকে দিকে ছড়িয়ে পড়ছে আন্দোলন। গণআন্দোলনের ঢেউ আঁচ করতে পেরেই তড়িঘড়ি বিধানসভায় ধর্ষণবিরোধী বিল পাশ করিয়েছে রাজ্য…

West Bengal speaker Biman Banerjee forwards Aparajita Bill to PM Modi and Amit Shah

আরজি কর (RG Kar case) কাণ্ডের বিচার চেয়ে দিকে দিকে ছড়িয়ে পড়ছে আন্দোলন। গণআন্দোলনের ঢেউ আঁচ করতে পেরেই তড়িঘড়ি বিধানসভায় ধর্ষণবিরোধী বিল পাশ করিয়েছে রাজ্য সরকার। যার নাম ‘অপরাজিতা বিল ২০২৪’ (Aparajita Bill 2024)। ধর্ষকের দ্রুত বিচার ও ফাঁসির কথা বাস্তবায়নের কথা রয়েছে এই বিলে। সোমবার ধ্বনি ভোটে পাশ হয় বিলটি। রাজ্যের আনা বিলটিতে সমর্থন জানিয়েছে রাজ্যের বিরোধী দল বিজেপিও। রীতি অনুযায়ী এই বিলটি আইনত করার জন্য রাজ্যপালের কাছে পাঠানোর কথা। তারপর সেই বিলটি রাষ্ট্রপতির কাছে অনুমোদনের জন্য যাবে। 

কাকদ্বীপে গিয়েও মিলিল না স্বস্তি, ‘সন্দীপ ঘনিষ্ট’ বিরূপাক্ষের বিরুদ্ধে আন্দোলনে জুনিয়ার ডাক্তাররা

   

কিন্তু সেই বিলটি রাজভবনের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) কাছে পাঠাবেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। সাংবিধানিক রীতি না হলেও জরুরি পরিস্থিতিতে গুরুত্ব বোঝাতে এমনটাই চাইছে রাজ্য সরকার।

প্রতিবাদের রাত দখল ‘সংবিধান সিদ্ধ’, রাজ্যকে খোঁচা মেরে ফের সরব সুখেন্দুশেখর

যদিও রাজনৈতিকভাবে এটা চাপ বাড়ানোর কৌশলও হতে পারে। ‘অপরাজিতা’ বিল পেশের দিন বিধানসভায় শুভেন্দু অধিকারী বলেন, দায়িত্বশীল বিরোধী হিসাবে বিলটিকে পাশ করাতে সাহায্য করবেন তাঁরা। এটিকে আইনে পরিণত করার দায়িত্ব সরকারের। আবার মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘‘বিরোধী দলনেতা রাজ্যপালকে বলুন বিলে তাড়াতাড়ি অনুমোদন দিতে।’’

সোশ্যাল মিডিয়ায় নির্যাতিতার ভাইরাল ছবি, সিবিআইকে খতিয়ে দেখার নির্দেশ হাইকোর্টের

কিন্তু রাজ্যপাল বিল পাশে গড়িমসি করতে পারেন, বা রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিতে পারেন। সেটা ভেবেই সম্ভবত আগেভাগে কেন্দ্রের উপর চাপ বাড়াতে বিলের প্রতিলিপি স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে পাঠিয়ে দিলেন স্পিকার