কলকাতা: রাজ্যে অবশেষে খানিকটা স্বস্তির বৃষ্টি। বৃহস্পতিবার সন্ধ্যার পর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টি হয়েছে। যার ফলে ভ্যাপসা গরম থেকে কিছুটা মুক্তি মিলেছে। (west bengal rainfall forecast)
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, একটি ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যের একাধিক জেলায় আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস
আজ, ১১ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হতে পারে। সঙ্গে থাকতে পারে বজ্রপাত ও ঝোড়ো হাওয়া।
হাওয়ার গতিবেগ: ঘণ্টায় ৩০–৫০ কিমি
সর্বোচ্চ গতি: কোথাও কোথাও ঘণ্টায় ৬০ কিমি পর্যন্ত পৌঁছতে পারে
উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা
এই সময় উত্তরবঙ্গেরও একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে কোথাও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে৷ হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় ৪০–৫০ কিমি পর্যন্ত৷
তাপমাত্রা থাকছে প্রায় অপরিবর্তিত
আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী পাঁচদিন রাজ্যের তাপমাত্রায় বড় কোনও হেরফের হবে না।
আজকের কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে? সর্বনিম্ন তাপমাত্রা থাকবে প্রায় ২৫ ডিগ্রি সেলসিয়াস৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৮৫% এবং ন্যূনতম ৪৮%৷
আবহাওয়া দফতরের তরফে নাগরিকদের ঝোড়ো হাওয়ার সময় বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বজ্রপাতের সময় খোলা জায়গা বা গাছপালার নিচে দাঁড়ানো থেকেও বিরত থাকার কথা বলা হয়েছে। কৃষকদের ক্ষেত ও ফসলের ক্ষতির সম্ভাবনা নিয়েও সতর্ক করেছে হাওয়া অফিস।
West Bengal: Rain brings relief to West Bengal! Kolkata and South Bengal experience showers, reducing heat. Alipore weather office predicts thunderstorms and rain across multiple districts. North Bengal may see heavy rainfall. Stay updated on temperature and wind speed forecasts.