West Bengal Politics: তেইশের পঞ্চায়েত ভোটের আগে ১৩ বিজেপি বিধায়ক সম্ভবত তৃণমূলে

West Bengal Politics: আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল (Suman Kanjilal) বিজেপি (BJP) ছেড়ে তৃণমূলে (TMC) আসার পর এখন বিজেপির বিধায়কের সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ জনে।

West Bengal Politics: আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল (Suman Kanjilal) বিজেপি (BJP) ছেড়ে তৃণমূলে (TMC) আসার পর এখন বিজেপির বিধায়কের সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ জনে।

West Bengal Politics: আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল (Suman Kanjilal) বিজেপি (BJP) ছেড়ে তৃণমূলে (TMC) আসার পর এখন বিজেপির বিধায়কের সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ জনে। সূত্রের খবর, আগামী দিনে আরও ১৩ জন বিধায়ক সহ একাধিক বিজেপি সাংসদ তৃণমূলে যোগদানের জন্য এগিয়ে রয়েছে। তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) দলবদলে আগ্রহী নেতাদের উদ্দেশ্যে বলেন, অপেক্ষা করুন।

Advertisements

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল ঘোষ বলেন, যারা যারা এখনও অবধি বিজেপির হয়ে বিবৃতি দেবেন, জেনে রাখুন তাঁরা আমাদের সঙ্গে যোগাযোগে আছেন। জেনে রাখুন, যতদিন ওখানে তাঁরা থাকবেন, ওখানের মতো করেই তাঁদেরকে থাকতে হবে। একাধিক বিধায়ক, সংখ্যাটি ১৩ এর নিচে নয়। সংখ্যাটি সঠিক করে অভিষেক বলতে পারবেন। তাঁরা বিজেপিতে থাকতে চান না। কারণে তাঁরা এলাকাতে সেই স্পন্দনটা অনুভব করছেন। এলাকার মানুষ চাইছেন না বিজেপিকে। সেই জায়গায় দাঁড়িয়ে জনপ্রতিনিধিদের মনে হচ্ছে মানুষের সঙ্গে থাকাটাই ভালো।

বিজ্ঞাপন

তৃণমূল মুখপাত্র বলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ও বন্দ্যোপাধ্যায়রা চুড়ান্ত সিদ্ধান্ত নেবেন। ততক্ষণ অবধি তাঁদেরকে বলা হচ্ছে বিজেপিতে থাকুন। কেউ দিলীপবাবুর সঙ্গে থাকুন, কেউ সুকান্তর সঙ্গে থাকুন, কেউ শুভেন্দুর সঙ্গে থাকুন। বৈঠকগুলিতে যোগদান করুন, কি হয় আমাদের জানাতে থাকুন। সময় অনুযায়ী ধাপে ধাপে সিদ্ধান্ত নেওয়া হবে।

গত বিধানসভা নির্বাচনে ৭৭ টি আসনে জয়লাভ করেছিল বিজেপি। কিন্তু বিধানসভা নির্বাচনের পর থেকেই গেরুয়া শিবিরে ভাঙন লেগে রয়েছে।মুকুল রায়, তন্ময় ঘোষ, কৃষ্ণ কল্যাণী সহ একাধিক বিধায়কদের দলবদল করেছেন। এখন আরও অনেক বিধায়ক দলবদল করলে আগামী দিনে বিরাট প্রশ্নের মুখে পড়তে চলেছে গেরুয়া শিবির।