West Bengal Panchayat Polls: অগস্টের পরেই রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের ইঙ্গিত কমিশনের

রাজ্যে পঞ্চায়েত নির্বাচন (West Bengal Panchayat Polls) কবে হবে? তা নিয়ে প্রশ্ন ক্রমাগত বাড়তে শুরু করেছে। বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুই মাস ধরে তৃণমূলে নবজোয়ার কর্মসূচি ঘোষণার পরেই অনেকেই মনে করেছিলেন পঞ্চায়েত নির্বাচন পিছিয়ে যেতে পারে

West Bengal State Election Commission Meeting with District Magistrates

রাজ্যে পঞ্চায়েত নির্বাচন (West Bengal Panchayat Polls) কবে হবে? তা নিয়ে প্রশ্ন ক্রমাগত বাড়তে শুরু করেছে। বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুই মাস ধরে তৃণমূলে নবজোয়ার কর্মসূচি ঘোষণার পরেই অনেকেই মনে করেছিলেন পঞ্চায়েত নির্বাচন পিছিয়ে যেতে পারে। এরই মধ্যে জল্পনা অগাস্ট মাসে হতে পারে রাজ্যের পঞ্চায়েত নির্বাচন।  এমনটাই নির্বাচন কমিশন (State Election Commission) সূত্রে খবর।

নির্বাচন কমিশন সূত্রে খবর, এখন যা গরম তাতে নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ হওয়ার কোনও সম্ভাবনা নেই। কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, এই বছর যেভাবে গরম পড়েছে, তাতে গরম একটু না কমলে কোনওরকম পদক্ষেপ নেওয়া যাবে না। কমিশন সূত্রে খবর, আগামী অগাস্ট মাস নাগাদ হতে পারে পঞ্চায়েত নির্বাচন।

সম্প্রতি পঞ্চায়েত নির্বাচন ঘোষণার আগে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পঞ্চায়েত ভোটের আগে তফসিলি জাতি, উপজাতি এবং অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণির জনগণনা সংক্রান্ত একটি মামলা করেছিলেন শুভেন্দু অধিকারী। কলকাতা হাইকোর্টের তরফে জানানো হয়েছে, পঞ্চায়েত নির্বাচন নিয়ে কোনও পদক্ষেপ করবে না আদালত। যা সিদ্ধান্ত নেওয়ার নেওয়া হবে কমিশনের তরফে। পরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার পরেও শুভেন্দুর আবেদন খারিজ হয়ে যায়।

আদালতের নির্দেশের পরেই তৎপরতা বাড়ায় নির্বাচন কমিশন। প্রায় ৯০ শতাংশ কাজ ইতিমধ্যেই সেরে রেখেছে রাজ্য নির্বাচন কমিশন। জেলাগুলির সঙ্গে আলোচনা চলছে দফায় দফায়। বুথ সংখ্যা চূড়ান্ত করা, ভোটকেন্দ্র তৈরি, জেলাগুলিকে তার তালিকা প্রকাশের সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। তারপরেও ভোট নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকের কথা ছিল কমিশনের। কিন্তু সেটা পিছিয়ে যায়। তখন থেকেই পঞ্চায়েত নির্বাচন নিয়ে প্রশ্ন আরও জোরালো হতে শুরু করে। পঞ্চায়েত নির্বাচন কবে হতে পারে তা নিয়ে এখনও পর্যন্ত কোনও সবুজ সংকেত নেই রাজ্যের তরফে। তাই এখন নির্বাচনের দিনক্ষণ নিয়ে সংশয় দেখা দিয়েছে।