শেষ শীতে পৌর যুদ্ধে মমতা, বছরের প্রথম ভোট পরীক্ষায় TMC

Mamata Banerjee

News Desk: একুশের ভোটযুদ্ধে তরতরিয়ে জিতেছেন। বিধানসভায় তিনবার সরকার কায়েম হয়েছে। কলকাতা পুরনিগমের ক্ষমতায় এসেছেন। তবে পুরনিগমের ভোটে লেগেছে ছাপ্পার ছাপ। এসব নিয়েই বাইশের ভোট যুদ্ধে নামতে চলেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisements

উত্তরে হিমালয় পাদদেশে থেকে দক্ষিণে দামোদর তীরবর্তী এলাকা ভোটে গরম হতে চলেছে।

   

আগামী ২২ ফেব্রুয়ারি ৫টি পুর নিগমের ভোট: শিলিগুড়ি (দার্জিলিং), আসানসোল (পশ্চিম বর্ধমান), চন্দননগর (হুগলি), হাওড়া (হাওড়া) ও বিধাননগর (কলকাতা জেলা)।

কলকাতার পুরনিগম ভোটের পর এটাই সর্ববৃহৎ নগর কেন্দ্রিক ভোট যুদ্ধ। কলকাতায় শাসক তৃণমূল কংগ্রেস বনাম বিরোধী দল বিজেপির রাজনৈতিক যুদ্ধে বামফ্রন্টের পুরনায় শক্তি অর্জনে লেগেছে চমক। যদিও বিরোধীদের দাবি, কলকাতায় ব্যাপক রিগিং করে জয়ী হয়েছে শাসকদল। এবার বাকি পুরনিগমগুলির লড়াই ঘিরে রাজনৈতিক প্রতিযোগিতা তুঙ্গে উঠতে শুরু করল।

Advertisements

পুরনিগম ছাড়াও ১০৯টি পুরসভার ভোট হতে চলেছে ফেব্রুয়ারি মাসেই। আগামী ২৭ ফেব্রুয়ারি হবে এই ভোট পর্ব।

আলিপুরদুয়ার থেকে দক্ষিণ ২৪ পরগনা জুড়ে ছড়ানো সবকটি পুরসভা। ফলে শাসক দলকে রাজ্য জুড়েই ভোট পরীক্ষা দিতে হবে। পরীক্ষায় বসবে বিজেপি, সিপিআইএম, কংগ্রেস।

কলকাতা পুরনিগমের ভোটে বিরোধী দল বিজেপি মহানগরে তৃতীয় দলের তকমা পেয়েছে। ভোট প্রাপ্তির হারে মূল বিরোধী হয়েছে বামফ্রন্ট। বিধানসভায় শূন্য হয়ে যাওয়া বামপক্ষ ও কংগ্রেসের কাছে নিজেদের শক্তি দেখানোর ময়দান পুর যুদ্ধ। তেমনই বিধানসভায় বিরোধী দলের তকমা পাওয়া বিজেপির লড়াই অস্তিত্ব প্রমাণেও।