হলদিয়ায় (West Bengal) কয়লা চুরি করতে আসা দুষ্কৃতীরা ঘন কুয়াশার মধ্যে সিআইএসএফ কর্মীদের দিকে পাথর ছুঁড়েছে বলে অভিযোগ। সিআইএসএফ কর্মীরা তাদের থামানোর চেষ্টা করছিল। দুর্বৃত্তদের হামলায় CISF সহকারী কমান্ড্যান্টের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় সহকারী কমান্ড্যান্ট ও তার চালক আহত হয়েছেন।
হলদিয়া বন্দরের জেনারেল ম্যানেজার প্রবীণ কুমার দাস জানান, ঘন কুয়াশার মধ্যে কিছু দুষ্কৃতী কয়লা চুরি করছিল। সিআইএসএফ তাদের দুজনকে থামালে আরও ৩০-৪০ জন এসে পাথর ছুড়তে শুরু করে। তারা সহকারী কমান্ড্যান্টের গাড়ি ভাঙচুর করে। এতে তিনি ও তার চালক আহত হন। দুর্বৃত্তরা পালিয়ে যেতে সক্ষম হয়।
![হলদিয়া বন্দরের জেনারেল ম্যানেজার প্রবীণ কুমার দাস](https://kolkata24x7.in/wp-content/uploads/2023/01/pravin-kumar-das.jpg)
দাস জানান, সহকারী কমান্ড্যান্ট ও তার চালককে হাসপাতালে আনা হয়েছে। তার মুখে ছয়টি সেলাই এবং চালকের মাথায় তিনটি সেলাই করা হয়েছে। পুলিশকে খবর দিয়েছে সিআইএসএফ। পুলিশ পরবর্তী ব্যবস্থা নিচ্ছে বলে আমরা জানতে পেরেছি।