ছাব্বিশের ভোটের আগে রাজ্য পুলিশে বড়সড় বদল: কোন কোন জেলায় বিশেষ নজর?

Nabanna Moves to Change Ward Distribution in Howrah Municipality
Nabanna Moves to Change Ward Distribution in Howrah Municipality

২০২৫ সালের শেষ প্রান্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ কার্যত ঢুকে পড়েছে ২০২৬-এর ভোটযুদ্ধে। জেলায় জেলায় রাজনৈতিক হিংসা, ধর্মীয় মেরুকরণ এবং প্রশাসনিক স্তরে দ্রুত পালাবদলের মধ্যেই নবান্ন ঘোষণা করল রাজ্য পুলিশের সর্বস্তরে বড়সড় রদবদল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ—পুলিশের নিরপেক্ষতা প্রশ্নের মুখে। সেই পরিস্থিতিতেই স্বরাষ্ট্র দফতরের নতুন নির্দেশিকায় বদলি হল একাধিক গুরুত্বপূর্ণ জেলার পুলিশ সুপার, ডিআইজি ও ডিসি পদে থাকা অফিসারদের। বদলি হওয়া অফিসাররা অবিলম্বে নতুন দায়িত্ব গ্রহণ করবেন, এমনই বলা হয়েছে সরকারি বিজ্ঞপ্তিতে।

কারা কোথায়?—গুরুত্বপূর্ণ বদলগুলির তালিকা

• ঝাড়গ্রামের SP অরিজিত্‍ সিনহা হলেন মেদিনীপুর রেঞ্জের DIG।
• বাঁকুড়ার SP বৈভব তিওয়ারি যাচ্ছেন পুরুলিয়ার SP পদে।
• পুরুলিয়ার SP অভিজিত্‍ বন্দ্যোপাধ্যায় এখন মালদার SP।
• মালদার SP প্রদীপকুমার যাদব—নতুন দায়িত্ব উত্তর দিনাজপুর SP (ট্র্যাফিক)।
• আলিপুরদুয়ারের SP ওয়াই রঘুবংশী হলেন জলপাইগুড়ির SP।
• খাণ্ডওয়ালে উমেশ গণপত—নতুন পদ আলিপুরদুয়ারের SP।
• সচিন, আগে SS, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, এখন বিধাননগরের নিউটাউন ডিভিশনের নতুন DC।
• ধৃতিমান সরকার, আগে পশ্চিম মেদিনীপুরের SP, হচ্ছেন SS, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ।
— ভোটের আগে ইন্টেলিজেন্স ব্রাঞ্চের ভূমিকাই সর্বাধিক গুরুত্বপূর্ণ, তাই এই বদল নজরে।
• মহম্মদ সানা আখতার—নতুন দায়িত্ব আসানসোল–দুর্গাপুর কমিশনারেটের ওয়েস্ট জোন DC।

   

আইপিএস স্তরেও আরও বদল West Bengal IPS Officer Transfer

• সোনাওয়ানে কুলদীপ সুরেশ—রায়গঞ্জ জেলার নতুন SP।
• সৌম্যদীপ ভট্টাচার্য—বাঁকুড়ার নতুন SP।
• মানব সিংলা—ঝাড়গ্রামের SP।
• পলাশ চন্দ্র ঢালি—পশ্চিম মেদিনীপুরের SP।
• শুভেন্দ্র কুমার—বারুইপুর জেলার SP।

ডব্লিউবিপিএস স্তরেও পুনর্বিন্যাস

• মিতুন দে, যিনি ডায়মন্ড হারবারে পোস্টেড ছিলেন, তাঁকে অতিরিক্ত পুলিশ সুপার, পূর্ব মেদিনীপুর হিসেবে পাঠানো হল।

কেন এই রদবদল গুরুত্বপূর্ণ?

এই পুনর্বিন্যাস মূলত লক্ষ্য করেছে আলিপুরদুয়ার, মালদা, কোচবিহার, ডায়মন্ড হারবার, বীরভূম, দক্ষিণ দিনাজপুর ও মেদিনীপুর—যে জেলাগুলিতে গত কয়েক বছর ধরে রাজনৈতিক সংঘর্ষ, সীমান্ত-সংক্রান্ত অস্থিরতা ও নির্বাচনী উত্তেজনা সর্বাধিক।

বিরোধীরা যেখানে প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে, সেখানে নবান্নের এই তৎপরতা স্পষ্ট—২০২৬ বিধানসভা নির্বাচনের আগে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে এবং রাজনৈতিক ভাবে সংবেদনশীল জেলাগুলিকে শক্ত হাতে ধরতে আগাম প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার।

২০২৫ শেষ হওয়ার আগেই রদবদলের এই ঢেউ জানিয়ে দিল—ছাব্বিশের ভোটযুদ্ধ কার্যত শুরু হয়ে গিয়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন