সপ্তাহান্তে ফের দুর্যোগের ছায়া, রাজ্যজুড়ে টানা বৃষ্টির পূর্বাভাস

কলকাতা: সপ্তাহের মাঝপথ পেরিয়েও বদলায়নি দৃশ্যপট। বৃহস্পতিবার সকালেও ঘুম ভাঙল মেঘলা আকাশ আর ধারাবাহিক বৃষ্টির শব্দে। সোমবার থেকে টানা এই ছবিই দেখছে কলকাতা। বৃষ্টিতে ভিজছে…

West Bengal Heavy Rainfall Forecast

কলকাতা: সপ্তাহের মাঝপথ পেরিয়েও বদলায়নি দৃশ্যপট। বৃহস্পতিবার সকালেও ঘুম ভাঙল মেঘলা আকাশ আর ধারাবাহিক বৃষ্টির শব্দে। সোমবার থেকে টানা এই ছবিই দেখছে কলকাতা। বৃষ্টিতে ভিজছে মহানগর থেকে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। একই সঙ্গে উত্তরের জেলাগুলিতেও বজায় রয়েছে অতিসক্রিয় বর্ষার দাপট। হাওয়া অফিস জানিয়েছে, আগস্টের প্রথম সপ্তাহ জুড়ে রাজ্যে চলবে ধারাবাহিক বৃষ্টিপাত (West Bengal Heavy Rainfall Forecast)।

সক্রিয় ঘূর্ণাবর্ত ও মৌসুমি অক্ষরেখার যুগল-প্রভাবে দুর্যোগ

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বর্তমানে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে। একই সঙ্গে সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা, যা বিকানের, সীকর, রাঁচি, দিঘা হয়ে বিস্তৃত রয়েছে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত। এই যুগল ব্যবস্থার কারণে রাজ্যজুড়েই তৈরি হয়েছে দুর্যোগপূর্ণ পরিস্থিতি।

   

এছাড়াও, উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ থেকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত একটি অক্ষরেখা ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপর দিয়ে চলে গেছে। এর জেরে আগামী কয়েকদিন রাজ্যের প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

দক্ষিণবঙ্গে কোথায় কেমন বৃষ্টি?

আজ, বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম ও দুই বর্ধমানে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। শুক্রবারও এই চিত্র বজায় থাকবে দক্ষিণের প্রায় সব জেলায়। ঘণ্টায় ৩০–৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। তবে, আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। হাওয়া অফিসের পক্ষ থেকে এই মুহূর্তে আলাদা করে কোনও সতর্কতা জারি করা হয়নি।

উত্তরবঙ্গে লাগাতার ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস

উত্তরবঙ্গে বর্ষা এখন অত্যন্ত সক্রিয়। বৃহস্পতিবার থেকে টানা পাঁচদিন প্রবল বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। আজ থেকেই উত্তর দিনাজপুর, দার্জিলিং ও মালদায় সতর্কতা জারি হয়েছে।

Advertisements

শুক্রবার থেকে ভারী বৃষ্টি হবে দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি ও কালিম্পঙে। শনিবার থেকে উত্তরবঙ্গে শুরু হবে আরও ভয়াবহ বৃষ্টিপাত—দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে জারি হয়েছে ‘কমলা সতর্কতা’। একই সতর্কতা রয়েছে রবিবার ও সোমবারের জন্যও। মঙ্গলবারও উত্তরের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কলকাতার আকাশেও স্থায়ী মেঘ ও বৃষ্টির ছায়া

কলকাতাতেও আগামী চারদিন বিক্ষিপ্ত বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। যদিও শহরের জন্য আলাদা করে কোনও সতর্কতা জারি হয়নি।

বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি কম। এদিন তা পৌঁছতে পারে ৩০ ডিগ্রির কাছাকাছি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ১০০ শতাংশ, সর্বনিম্ন ৯২ শতাংশ—ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি তীব্রতর হচ্ছে শহরজুড়ে।

কী অপেক্ষা করছে সামনের দিনগুলিতে?

বর্ষা তার দাপট কিছুতেই কমাতে নারাজ। সক্রিয় ঘূর্ণাবর্ত ও মৌসুমি অক্ষরেখার যৌথ প্রভাবে আগামী কয়েকদিন রাজ্য জুড়ে বজায় থাকবে বৃষ্টির ছোঁয়া। বিশেষত উত্তরবঙ্গে দুর্যোগের আশঙ্কা থাকায় স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকতে বলেছে আবহাওয়া দফতর।

সপ্তাহের প্রথম দিনগুলির মতোই শেষের দিনগুলোতেও তাই ছাতা ও রেনকোটই বাংলার দৈনন্দিন সঙ্গী হয়ে থাকছে।