Covid 19: আয়ত্তে আসছে না মৃত্যুর সংখ্যা, বঙ্গের করোনা গ্রাফ ভাবাচ্ছে চিকিৎসকদের

Covid 19: Domdame Corona Damdar Hana, one hundred par in one day
Covid 19: Domdame Corona Damdar Hana, one hundred par in one day

পশ্চিমবঙ্গে কমছে করোনা আক্রান্তের সংখ্যা। কিন্তু রাজ্যের মৃত্যুর সংখ্যা ভাবাচ্ছে চিকিৎসকদের। পজেটিভিটি রেশিও দেখেও কপালে ভাঁজ বিশেষজ্ঞদের। গত ২৪ ঘণ্টার রিপোর্ট দেখেই এই চিন্তা দানা বাঁধছে চিকিৎসকমহলে।

গত কয়েকদিন ধরেই মৃত্যুর সংখ্যা ৩০ এর আশপাশে ঘোরাফেরা করছে। খুব বেশি নীচে নামছে না মৃত্যুর সংখ্যা। আর এই বিষয়টাই ভাবাচ্ছে চিকিৎসকদের। মঙ্গলবার পজেটিভিটি রেট ছিল ১.৮৭ শতাংশ।

   

পশ্চিম বর্ধমানে এদিন ৯ জনের করোনা আক্রান্ত হয়ে মৃত্যুু হয়েছে। কলকাতায় মৃত্যু হয়েছে ৫ জনের। এক চিকিৎসক জানিয়েছেন, পজেটিভিটি রেট আগামী দিনে কমতে পারে, কমতে পারে মৃত্যুর সংখ্যাও। কিন্তু যদি মানুষ সতর্কতা অবলম্বন না করে তাহলে করোনা কমার কোনও সম্ভাবনা নেই। বর্তমানে করোনার মৃত্যু সংখ্যা যে জায়গায় আছে, তাতে চিন্তার বিষয় বৈ কি!

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)সতর্ক করেছে, কয়েক দশক ধরে বিশ্বজুড়ে প্রভাব থাকবে কোভিডের। তবে ধীরে ধীরে তার প্রকোপ কমবে বলে। WHO প্রধান জানিয়েছেন, শারীরিকভাবে যারা দুর্বল তাদের উপর কোপ বসাবে করোনা ভাইরাস। এই মহামারী যতদিন চলবে, পরিস্থিতি উত্তরোত্তর খারাপ হবে। তিনি আরও বলেছেন, কমনওয়েলথ দেশগুলোর মাত্র ৪২ শতাংশ টিকার দুটি ডোজই পেয়েছে। দেশগুলোর মধ্যে টিকা নিয়ে অসমতা রয়েছে।

কমনওয়েলথের আফ্রিকার দেশগুলির ক্ষেত্রে মাত্র ২৩ শতাংশ ভ্যাকসিন নিয়েছে। এই ফাঁক পূরণ করা হুয়ের বর্তমানে অন্যতম প্রধান কাজ। এর ফলে শুধুমাত্র মহামারী আয়ত্তে আসবে, তাই নয়, মানুষের জীবনও বাঁচবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন