২৬ অগাস্ট ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী

২৬ অগাস্ট ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। এবার তাঁর নজর পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা। মুখ্যমন্ত্রীর এই সফর ঘিরে ইতিমধ্যেই সাজো…

Mamata Banerjee reaction on new bill

২৬ অগাস্ট ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। এবার তাঁর নজর পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা। মুখ্যমন্ত্রীর এই সফর ঘিরে ইতিমধ্যেই সাজো সাজো রব দুই জেলাতেই। মঙ্গলবার দুপুরে বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজ হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হবে প্রশাসনিক বৈঠক।

সূত্রের খবর, এই সফরে মুখ্যমন্ত্রী একাধিক নতুন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন। একই সঙ্গে বিভিন্ন পরিষেবা প্রকল্পের সুবিধাভোগীদের হাতে সরাসরি পাট্টা এবং অন্যান্য সরকারি নথি তুলে দেবেন তিনি।

   

জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর এই প্রশাসনিক সভায় উপস্থিত থাকবেন দুই জেলার প্রশাসনিক কর্তা, জনপ্রতিনিধি, সাংসদ, বিধায়ক এবং তৃণমূলের জেলা নেতৃত্ব। এদিনের বৈঠকে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার চলমান উন্নয়নমূলক প্রকল্প, প্রশাসনিক পরিকল্পনা এবং সাধারণ মানুষের জন্য বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি নিয়ে আলোচনা হবে। মুখ্যমন্ত্রী সরাসরি জেলার জনপ্রতিনিধি ও আমলাদের সঙ্গে কথা বলে মাঠপর্যায়ের সমস্যার খোঁজ নেবেন এবং সমাধানের পথ খুঁজবেন বলেই মনে করা হচ্ছে।

তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন, “২৬ অগাস্ট দুপুর ১২টায় দুই জেলাকে নিয়ে প্রশাসনিক সভা হবে। মুখ্যমন্ত্রী একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। পাশাপাশি সরকারি পরিষেবা প্রদান করবেন সাধারণ মানুষের হাতে।”

এদিনের বৈঠকের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। বৃহস্পতিবার বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজ হাইস্কুল মাঠে প্রশাসনিক বৈঠক ও সভার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি বৈঠক হয়। মাঠের নিরাপত্তা, মঞ্চ তৈরি, ভিআইপি সেকশন, গণমানুষের বসার জায়গা ইত্যাদি খুঁটিনাটি বিষয় খতিয়ে দেখা হয়েছে। সরেজমিনে মাঠ পরিদর্শন করেছেন জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা।

Advertisements

প্রশাসনিক সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর এই সফরে দুই জেলাতেই একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা হতে পারে। নতুন সড়ক, স্বাস্থ্যকেন্দ্র, স্কুল-কলেজের উন্নয়ন, কৃষি ও শিল্প ক্ষেত্রে নতুন পরিকল্পনার কথা জানানো হতে পারে। পাশাপাশি ‘দুয়ারে সরকার’, ‘লক্ষ্মীর ভান্ডার’, ‘কন্যাশ্রী’, ‘স্বাস্থ্যসাথী’ প্রভৃতি প্রকল্পের অগ্রগতি নিয়েও মুখ্যমন্ত্রী পর্যালোচনা করবেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর মানেই নতুন প্রকল্পের হাওয়া ও প্রশাসনিক তৎপরতা। গত কয়েক মাস ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রশাসনিক বৈঠক করে মুখ্যমন্ত্রী স্থানীয় সমস্যার সমাধান এবং নতুন উন্নয়ন পরিকল্পনা রূপায়ণ করেছেন। এবার বর্ধমান সফর নিয়েও আশাবাদী স্থানীয় মানুষ। তাঁদের প্রত্যাশা, মুখ্যমন্ত্রী সরাসরি এলাকার সমস্যাগুলি শুনে দ্রুত পদক্ষেপ নেবেন।

এদিকে, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বিশেষ পুলিশ বাহিনী মোতায়েন করা হবে। মুখ্যমন্ত্রী সফর উপলক্ষে ট্রাফিক নিয়ন্ত্রণ, ভিআইপি রুটম্যাপ ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জেলা পুলিশ ইতিমধ্যেই পরিকল্পনা শুরু করেছে।

২৬ অগাস্ট দুপুরে মুখ্যমন্ত্রীর সভাস্থল হয়ে উঠবে দুই বর্ধমান জেলার রাজনৈতিক ও প্রশাসনিক কেন্দ্রবিন্দু। মুখ্যমন্ত্রীর সফরের দিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সংবাদমাধ্যমের নজরও থাকবে বর্ধমানে। জেলা প্রশাসন থেকে শুরু করে রাজনৈতিক নেতৃত্ব—সকলেই এখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত।