নয়া বিধায়কদের শপথ ঘিরে ফের সংঘাতে রাজ্য-রাজভবন

কলকাতায়ঃ নতুন চার বিধায়কের শপথ ঘিরে ফের জটিলতা বাড়ল রাজ্য-রাজভবনের মতো। দ্বিতীয় দফা বিধানসভা উপনির্বাচনে জয়ী তৃণমূল (TMC) প্রার্থীরাও সায়ন্তিকা ও রায়াত হোসেনের মতো একই…

West Bengal Governor

কলকাতায়ঃ নতুন চার বিধায়কের শপথ ঘিরে ফের জটিলতা বাড়ল রাজ্য-রাজভবনের মতো। দ্বিতীয় দফা বিধানসভা উপনির্বাচনে জয়ী তৃণমূল (TMC) প্রার্থীরাও সায়ন্তিকা ও রায়াত হোসেনের মতো একই সমস্যার মুখোমুখি হতে পারেন বলে আশঙ্কা রাজনৈতিক মহলে।

২১ জুলাই তৃণমূলে যোগ দিতে পারেন একঝাঁক হেভিওয়েট বিজেপি নেতা

   

রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে শনিবার বাগদা, মানিকতলা, বনগাঁ এবং রানাঘাটে উপনির্বাচনের ফল প্রকাশ হয়েছে। চারটি কেন্দ্রেই জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থীরা (TMC)। বিধানসভা সূত্রে খবর, আগামী মঙ্গলবার তাঁদের বিধানসভায় ডেকে পাঠানোও হয়েছে। অনেকেই মনে করেছিলেন, সায়ন্তিকাদের মতো ওই চার হবু বিধায়ককেও শপথগ্রহণ করাবেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

খাল থেকে ‘মাগুর’ আনতেই খাটের তলায় সুড়ঙ্গ! আজব দাবি কুলতলির ‘টানেল-ম্যানের’

কারণ, সোমবার থেকে বিধানসভার অধিবেশন শুরু হয়ে যাচ্ছে। আর শপথ নিয়ে বিধায়ক না হলে জয়ী প্রার্থীরা বিধানসভার অধিবেশনে আসতে পারেন না। তাই তাঁদের ডেকে পাঠানোর অর্থ, তাঁরা শপথগ্রহণ করে বিধায়ক হবেন। এমতাবস্থায় বৃহস্পতিবার রাতে হঠাৎই রাজভবন থেকে একটি চিঠি পৌঁছয় বিধানসভায়। জানা গিয়েছে, সেই চিঠিতে রাজভবন দু’টি প্রশ্নের জবাব চেয়েছে বিধানসভার কাছ থেকে। এর মধ্যে একটি প্রশ্নে বিধায়কদের শপথগ্রহণের প্রসঙ্গও রয়েছে। রাজভবন বিধানসভার কাছে জানতে হয়েছে গতবার সায়ন্তিকা ও রায়াত হোসেনকে শপথবাক্য পাঠ করিয়েছেন স্পিকারের প্রতিনিধি। কিন্তু বিভিন্ন সংবাদমাধ্যম থেকে রাজ্যপাল জানতে পেরেছেন স্পিকারই ওই দুই বিধায়ককে শপথপাঠ করিয়েছেন। যা নিয়ে আপত্তি রয়েছে রাজ্যপালের।

কপিবাগানে ঝামেলা! তড়িঘড়ি আদালতে বিজেপির দিলীপ, জামিন পেলেন?

রাজ্যপাল জানতে চেয়েছেন, বিধানসভার অধিবেশন ‘মুলতবি’ না করে বার বার ‘স্থগিত’ করা হচ্ছে কেন? অধিবেশন মুলতুবি করতে রাজভবনের থেকে নোটিফিকেশন নেওয়া প্রয়োজন। এই সমস্ত প্রশাসনিক জটিলতা, চিঠি চাপাটির জেরেই ফের বিলম্বিত হচ্ছে নয়া বিধায়কদের শপথগ্রহণ।